ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শেষমেশ হেসনের ঠিকানা বেঙ্গালুরু

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষমেশ হেসনের ঠিকানা বেঙ্গালুরু

ক্রীড়া ডেস্ক : ভারতের কোচ হতে আবেদন করেছিলেন মাইক হেসন। দিয়েছিলেন সাক্ষাৎকারও।  কিন্তু কোচের দৌড়ে হয়েছিলেন দ্বিতীয়।

বাংলাদেশের সঙ্গেও তার কথা চলছিল।  বিসিবির আগ্রহ ছিল তাকে নিয়ে।  শেষমেশ বনিবনা হয়নি।  পাকিস্তানেরও তাকে নিয়ে আগ্রহের কমতি ছিল না।  কিন্তু আন্তর্জাতিক কোনো দলের সঙ্গে যুক্ত হলেন না নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হলেন হেসন।  দলটির ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন হেসন।  বেঙ্গালুরুর কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান সায়মন ক্যাটিচ।

বেঙ্গালুরু নতুন করে অপারেশন্স ডিরেক্টর পদটি তৈরি করেছে। হেসন বেঙ্গালুরুর ‘নীতি, কৌশল, কর্মসূচী, স্কাউটিং এবং পারফরম্যান্স ম্যানেজম্যান্ট’ নিয়ে কাজ করবেন।  এছাড়া কোচিং স্টাফ এবং দলটির ম্যানেজম্যান্টদের সঙ্গে কাজ করবেন তিনি।

আইপিএলের গত আসরে কিংস ইলাভেন পাঞ্জাবের কোচ ছিলেন হেসন।  কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ক্যাটিচ। এবার বেঙ্গালুরুর দায়িত্ব গ্রহণ করছেন প্রাক্তন অসি ক্রিকেটার।


রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়