ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৭০ শতাংশ আশাবাদী

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭০ শতাংশ আশাবাদী

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রাম টেস্টের নাটাই এখন আফগানিস্তানের হাতে। তৃতীয় দিন শেষে তারা লিড নিয়েছে ৩৭৪ রানের। চতুর্থ দিনে তারা এটাকে ৪০০ ছাড়িয়ে নিতে চায়। এই ম্যাচ জয়ের ব্যাপারে ৭০ শতাংশ আশাবাদী আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান। যিনি আজ দুর্দান্ত খেলেছেন। মাটি কামড়ে পড়ে থেকে ২০৮ বল খেলে করেছেন ৮৭ রান।

তৃতীয় দিন শেষে আফগানিস্তানের প্রতিনিধি হয়ে এসে তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য হল চার শতাধিক রানের লিড নেওয়া। সেটা থেকে এখন আমরা ৩০-৪০ রানে পিছিয়ে আছি। আগামীকাল আমরা আরো ১০-১৫ ওভার ব্যাট করার চেষ্টা করব। সেটা করতে পারলে চার শতাধিক রানের টার্গেট দেওয়া সম্ভব হবে। আর সেটা তাড়া করে জেতা বাংলাদেশের জন্য সহজ হবে না। কারণ, প্রথম ইনিংসে তারা মাত্র ৬৪ ওভার খেলেছে। আশা করছি দ্বিতীয় ইনিংসেও তাদেরকে একইভাবে আটকে দিতে পারব। এই ম্যাচটি জেতার ব্যাপারে আমরা ৭০ শতাংশ আশাবাদী।’

বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা ১৭ মিনিট আগে শেষ করতে হয়েছে। আগামীকাল বৃষ্টি হলে ম্যাচের ফল ভিন্নও হতে পারে। অবশ্য আবহাওয়ার বিষয়টি ভাবাচ্ছে আফগানিস্তানকেও। ইব্রাহিম জাদরান বলেছেন, ‘আবহাওয়া সম্পর্কে আসলে কিছু বলা যাচ্ছে না। তবে কন্ডিশন পরিবর্তিত হচ্ছে। কখনো বৃষ্টি হচ্ছে। কখনো আকাশ মেঘলা থাকছে। আগের দুইদিনের তুলনায় আজ এই উইকেটে খেলাটা কঠিন ছিল। ব্যাট করা কঠিন হলেও আমি উইকেটে টিকে থাকার চেষ্টা করেছি। চেষ্টা করেছি দায়িত্ব নিয়ে খেলার।’


রাইজিংবিডি/ঢাকা/৭ সেপ্টেম্বর ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়