ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাবার ভিডিও দেখে কাঁদলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবার ভিডিও দেখে কাঁদলেন রোনালদো

ফুটবল মাঠে তিনি অপ্রতিরোধ্য। প্রতিপক্ষ তাকে আটকে রাখতে পারে না। সেই ক্রিস্টিয়ানো রোনালদো বাবার ভিডিও দেখে আবেগাক্রান্ত হয়ে পড়লেন, চোখের জল ধরে রাখতে পারলেন না।

সম্প্রতি ব্রিটিশ চ্যানেল আইটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। আইটিভির পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারের সময় রোনালদোকে তার মৃত বাবার একটি ভিডিও দেখানো হয়। ২০০৪ সালের ইউরোর আগে নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে এক সাক্ষাৎকারে রোনালদোকে নিয়ে কথা বলছিলেন তার বাবা হোসে দিনিস।

ভিডিওটা দেখেই কেঁদে ফেলেন রোনালদো, ‘আমি তো ভেবেছিলাম সাক্ষাৎকারটা মজার হবে। এভাবে কেঁদে ফেলব, তা ভাবিনি। তবে এই ভিডিওটা আমি আগে কখনো দেখিনি। জানি না আপনি এটা কোথায় পেয়েছেন। আমার পরিবারকে ভিডিওটা দেখাতে হবে।’

২০০৫ সালে যকৃতের রোগে মারা যান রোনালদোর বাবা। তার বাবা মদ্যপ ছিলেন। রোনালদো জানালেন, বাবাকে কখনোই পুরোপুরি জানার সুযোগ হয়নি তার, ‘আমি আমার বাবাকে শতভাগ জানতে পারিনি। তিনি মদ্যপ ছিলেন। তার সঙ্গে আমার কখনো স্বাভাবিকভাবে কথাবার্তা হয়নি। এটা খুব কঠিন ছিল।’

২০ বছর বয়সেই বাবাকে হারিয়েছিলেন রোনালদো। ফলে তার এত সাফল্য দেখে যেতে পারেননি বাবা। ব্যাপারটা পর্তুগিজ তারকাকে খুব পোড়ায়, ‘তিনি আমার সাফল্যের কিছুই দেখতে পারেননি। তিনি কখনো আমাকে পুরস্কার নিতে দেখতে পারেননি। আমার পরিবার দেখেছে, মা দেখেছে, ভাইয়েরা দেখেছে, এমনকি আমার বড় ছেলেও দেখেছে, কিন্তু তিনি কখনো দেখতে পারেননি।’

পিয়ার্স মরগানকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথাই বলেছেন রোনালদো। তার পুরো সাক্ষাৎকারটা আইটিভিতে সম্প্রচার করা হবে মঙ্গলবার রাতে। তার আগে সাক্ষাৎকারের কিছুটা অংশ প্রকাশ করা হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়