ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এবার অলিম্পিক পদকে চোখ রোমানের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার অলিম্পিক পদকে চোখ রোমানের

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারিতে সোনা জিতে দেশকে গর্বিত করেছেন। রোমান সানার লক্ষ্যটা এখন আরো বড়। দেশসেরা এই আর্চারের চোখ এবার অলিম্পিক পদকে।

কদিন আগে ফিলিপাইনের ক্লার্ক সিটিতে হওয়া এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারিতে রিকার্ভ পুরুষ এককে চীনের ঝেনকি শিকে হারিয়ে সোনা জেতেন রোমান। এ ছাড়া দলগত রিকার্ভে রুপা ও রিকার্ভ মিশ্রতে জেতেন ব্রোঞ্জ।

ফিলিপাইন থেকে সোমবার দেশে ফিরেছেন রোমান। বিমানবন্দরে তাকে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় আরো অনেকেই তার সঙ্গে ছিলেন।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোমান বললেন, এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান সামনে, ‘এটা অনেক বড় টুর্নামেন্ট। এশিয়ান পর্যায়ে সবচেয়ে বড় টুর্নামেন্ট। এখানে স্বর্ণ জেতাটা আমার জন্য সৌভাগ্যের। এখানে তিনটা পদক পেয়েছি। আশা করছি, এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

এ বছরের শেষ দিকে হবে এসএ গেমস (দক্ষিণ এশিয়ান গেমস)। তার আগে আছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এই দুই টুর্নামেন্টে একক কিংবা দলগত ছয় ইভেন্টের অন্তত একটিতে সোনা জিততে চান রোমান, ‘আগামীতে আমাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, এসএ গেমস আছে। ওখানে আমাদের লক্ষ্য থাকবে ছয়টা ইভেন্টের যে কোনো একটাতে স্বর্ণ পদক।’

গত জুনে নেদারল্যান্ডসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন রোমান। এবার এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারিতে সোনা জেতাটাকে নিজের বড় অর্জন হিসেবেই দেখছেন। এই ধারাবাহিকতা বজায় থাকলে অলিম্পিকে পদক জয় সম্ভব বলেও মনে করেন তিনি।

‘এটা আমার জন্য অনেক ক্রেডিট পয়েন্ট। অনেক কঠোর পরিশ্রম করছি। নিয়মিত গেমস খেলছি বলে আমাদের ধারাবাহিকতা আছে। আশা করছি, এভাবে যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে অলিম্পিকে একটা পদক সম্ভব।’

তবে কাজটা যে সহজ নয়, তা ভালো করে জানা আছে রোমানের, ‘অলিম্পিকে পদক পেতে হলে আমাকে আগে সেই যোগ্যতা অর্জন করতে হবে এশিয়ান পর্যায়ে। অলিম্পিকটা অনেক বড় পর্যায়। আমার হাতে এখনো ৯ মাস সময় আছে। তার আগে আমি নিজেকে প্রস্তুত করব।’

অলিম্পিকে এখনো পর্যন্ত বাংলাদেশ কোনো পদক জিততে পারেনি। রোমান কি সেই আক্ষেপ ঘোচাতে পারবেন? সময়ই দেবে জবাব!


রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়