ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মোহামেডানের জালে বসুন্ধরার ৩ গোল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোহামেডানের জালে বসুন্ধরার ৩ গোল

ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে বসুন্ধরা কিংস ও আরামবাগ ক্রীড়া সংঘ। দিনের প্রথম ম্যাচে আরামবাগ ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। রাতের ম্যাচে একই ব্যবধানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে বসুন্ধরা কিংস। 

রহমতগঞ্জের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি আরামবাগ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি পায় আরামবাগ। পেনাল্টি থেকে আকাশ গোল করে এগিয়ে নেন দলকে। এরপর রাহুল ৭২ ও ৮৩ মিনিটে জোড়া গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

আরামবাগের মতো বসুন্ধরা কিংসও প্রথমার্ধে মোহামেডানের বিপক্ষে কোনো গোলের দেখা পায়নি। ম্যাচের ৫১ মিনিটে সাব্বির গোল করে লিড এনে দেন বসুন্ধরাকে। এরপর ৬৩ মিনিটে রোহান গোল করে ব্যবধান বাড়ান। আর ৭০ মিনিটে শুভ গোলের দেখা পেলে ব্যবধান হয় ৩-০। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই শেষ হয় ম্যাচ।

প্রিমিয়ার লিগের ১২টি দলের যুব দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রথম পর্ব রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে। ৩০ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

উল্লেখ্য, টিম বিজেএমসি প্রিমিয়ার লিগে খেললেও অনূর্ধ্ব-১৮ এই টুর্নামেন্টে দল দেয়নি।


রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়