ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাকিবের রেকর্ড ভাঙলেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবের রেকর্ড ভাঙলেন মুস্তাফিজ

রঙিন পোশাকে জিম্বাবুয়ে শেষ যেবার বাংলাদেশকে হারিয়েছিল সেই ম্যাচে এক উইকেট নিয়ে সাকিব গড়েছিলেন ইতিহাস।  প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। সাকিবের বলে স্ট্যাম্পড হয়েছিলেন সিকান্দার রাজা। ৪২ ম্যাচে সাকিব ক্রিকেটের সবথেকে সংক্ষিপ্ত ফরম্যাটে ৫০ উইকেট পেয়েছিলেন।

সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ পেলেন ৫০ উইকেট।  বুধবার চট্টগ্রামে জিম্বাবুয়ের পেসার কাইল জারভিসের উইকেট নিয়ে ৫০ উইকেটের কীর্তি গড়েন বাঁহাতি পেসার।  এরপর আইনসলে লোভুর উইকেট নেন।  তবে মাইলফলকে পৌঁছে মুস্তাফিজ ভেঙেছেন সাকিবের রেকর্ড। 

সাকিবের থেকে নয় ম্যাচ কম খেলে মুস্তাফিজ দ্রুত সময়ে এ মাইলফলক স্পর্শ করেন।  ৭৫ টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ৯১টি।  মুস্তাফিজ ৩৩ ম্যাচে পেলেন ৫১ উইকেট।  এদিকে সাকিব আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন।  চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩৫০ উইকেটের মাইলফলকের হাতছানি সাকিবের।

৩০১ টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ৩৪৯টি।  তার থেকে এগিয়ে আছেন সুনীল নারিন (৩৭৬), লাসিথ মালিঙ্গা (৩৮৫) ও ডোয়াইন ব্রাভো (৪৯০)।

 

চট্টগ্রাম/ইয়াসিন/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়