RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

আমিনুলের ভেতর ‘এক্স ফ্যাক্টর’ দেখছেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমিনুলের ভেতর ‘এক্স ফ্যাক্টর’ দেখছেন মাহমুদউল্লাহ

সহজাত লেগ স্পিনারদের থেকে খানিকটা বড় তার রানআপ। কুইক আর্ম অ্যাকশন। তেড়েফুঁড়ে এসে বল ছোড়েন। বোলিংয়ে তেমন বৈচিত্র্য নেই। তবে এক জায়গায় টানা বল করে যেতে পারেন। বলের ওপর নিয়ন্ত্রণ দারুণ। গতি কমাতেও পারেন, বাড়াতেও পারেন।

১৯ বছর বয়সি আমিনুল ইসলাম বিপ্লব নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে যে বোলিং কারিশমা দেখিয়েছেন, তাতে আশার প্রদ্বীপ জ্বলেছে- অন্তত বাংলাদেশ পেল একজন লেগ স্পিনার! বয়সভিত্তিক দলে ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান। এইচপির কোচ সাইমন হেলমট নেটে তার লেগ স্পিন দেখে বড় স্বপ্ন দেখা শুরু করেন। সেই স্বপ্নের শুরু হলো সাগর পাড়ের সাগরিকা স্টেডিয়ামে।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম ওভারেই আমিনুল নেন উইকেট। এক ওভার পর নেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার উইকেট। অভিষেকে তার বোলিং ফিগার ৪-০-১৮-২। তার বোলিংয়ে মুগ্ধ সতীর্থ মাহমুদউল্লাহ। ম্যাচসেরা নির্বাচিত হওয়ায় জাতীয় দলের অলরাউন্ডার এসেছিলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।

‘পুঁচকে’ আমিনুলকে নিয়ে মাহমুদউল্লাহ উচ্ছ্বাস লুকাননি, ‘ওর বোলিং দেখে মনে হয় ও অনেক আগ্রাসী। ওর ফিল্ডিং, শরীরী ভাষা খুব আগ্রাসী। সব সময় হয়তো কাজ করবে না। তবে বেশিরভাগ সময় সফল হওয়ার সুযোগ থাকবে। আমি ওর জন্য প্রচন্ড খুশি যে ও ভালো পারফর্ম করেছে।’

আমিনুলকে প্রথম দেখার কথা মনে করে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি ওকে নেটে এখানে দেখলাম, এমনকি ঢাকাতেও দেখলাম; তখন মনে হয়েছিল ওর ভেতরে কিছু একটা এক্স ফ্যাক্টর আছে। যখন আজ মাঠে নেমেছিলাম আমি ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম যেন ও ভালো করে, দলের জন্য ভালো করে।’

আমিনুলকে নিয়ে বড় স্বপ্ন দলের সিনিয়র ক্রিকেটারের, ‘আমি ওর জন্য আসলেই অনেক বেশি খুশি। যেভাবে সে বল করেছে, আমি সাকিবের সঙ্গেও কথা বলছিলাম। যে কার্টেসি নিয়ে সে বল করেছে সেটা অসাধারণ ছিল। যেভাবে শুরু করেছে এটা যদি ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশের জন্য আরো বেশি সাফল্য বয়ে আনতে পারবে।’

শুরুটা ভালো করেছেন আমিনুল। তার মতোই উজ্জ্বল শুরু করেছিলেন আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। কিন্তু টিকতে পারেননি বিভিন্ন কারণে। দুজনের মধ্যে কোনো পার্থক্য টানতে নারাজ মাহমুদউল্লাহ। দলে থাকা প্রতিভাবান আমিনুলকে নিয়েই পথ চলতে চান।

 

চট্টগ্রাম/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়