ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মার্সেল রেফ্রিজারেটর জাতীয় মহিলা দাবা শুরু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্সেল রেফ্রিজারেটর জাতীয় মহিলা দাবা শুরু

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মার্সেল রেফ্রিজারেটর ৩৯তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৯।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে  প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার জোন-৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। ঢাকা শহর ও বিভিন্ন জেলা হতে ৫৭ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আজ প্রথম রাউন্ডের খেলা শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, গতবারের রানার-আপ মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, গতবারের তৃতীয় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিনসহ ২৮ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পুর্ণ পয়েন্ট অর্জন করেছেন।  

আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

 

থাইল্যান্ড/আমিনুল/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়