ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘মোমেন্টাম পেয়ে গেছি’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মোমেন্টাম পেয়ে গেছি’

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে কেন বাংলাদেশ পারছিল না, সেই উত্তর জানা ছিল না অধিনায়ক সাকিব আল হাসানেরও।

সামর্থ্যের কমতির সঙ্গে মনস্তাত্বিক লড়াইয়ে পিছিয়ে থাকার কথা বারবার বলেছেন অধিনায়ক। ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক পর্বের শেষ ম্যাচের আগে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি পরিসংখ্যান ছিল এরকম- বাংলাদেশ ১ : আফগানিস্তান ৪।  চট্টগ্রামে বিজয়ের পতাকা উড়ানোয় বাংলাদেশের জয়ের পাতায় যোগ হয়েছে আরেকটি সাফল্য। কিন্তু দুই দলের মাঠের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশ ব্যবধান কমাতে পারেনি।

১৩৯ রানের লক্ষ্য যেভাবে তাড়া করে দল জয় পেয়েছে, তাতে প্রশ্ন উঠছে অনেক। একমাত্র সাকিবই আফগানিস্তানের বোলিংয়ের সামনে মাথা নত করেননি। নয়তো পুরো দলই হেঁটেছে ভুল পথে। তবে চার টি-টোয়েন্টির পর ৪ উইকেটের জয়ে বাংলাদেশ অন্তত বুঝতে পেরেছে কীভাবে তাদের হারানো সম্ভব।

শনিবার রাতে ম্যাচ শেষে মোসাদ্দেক হোসেন জানালেন সেই কথা, ‘আমরা এখন বুঝতে পারছি যে ওদের সঙ্গে কীভাবে খেলতে হবে।  আমার মনে হয় সেটা আমরা ভালোভাবে ব্যবহার করেছি। শেষ ম্যাচে ওদের (জিম্বাবুয়ের) সঙ্গে জিতেছি। এই ধারা অব্যাহত থাকলে আমরা ফাইনালে ভালো করব।’

তবে এক জয়ে বাংলাদেশ আকাশে উড়ছে না। প্রতিপক্ষ হিসেবে আফগানদের অবমূল্যায়ন করছে না। মোসাদ্দেক নিজেদের সতর্কতার কথাও শুনিয়েছেন, ‘আগে হেরেছি বলে আমরা মাটিতে নেমে যাইনি, আবার এখন জিতেছি বলে যে আকাশে উড়ছি তেমনটা নয়। প্রক্রিয়া যেটা করেছি সেটাই ধরে রাখছি। ফাইনালে সেই ধারা ধরে রাখতে পারলে ভালো হবে।’

২৪ সেপ্টেম্বর ত্রিদেশীয় সিরিজের শিরোপা ফয়সালা হবে। ফাইনালের আগে চট্টগ্রামের জয় আত্মবিশ্বাসে জ্বালানি দেবে বলে মনে করছেন মোসাদ্দেক, ‘ফাইনালের আগে এ ধরনের ম্যাচ জেতা যে কোনো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। একাদশে যারা ছিল, যারা বাইরে ছিল কিংবা কোচিং স্টাফ যারা আছে তারা প্রত্যেকেই এখন বিশ্বাস রাখবে যে, আমরা ফাইনালে ভালো কিছু করতে পারব। জয় সব সময় আত্মবিশ্বাস দেয়। আমরা অনেক ম্যাচ হেরেছি কিন্তু এখন মোমেন্টাম পেয়ে গেছি।’


চট্টগ্রাম/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়