ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘এ’ দলের অধিনায়ক শায়লা, দলে ফাহিমা-সানজিদা-খাদিজা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এ’ দলের অধিনায়ক শায়লা, দলে ফাহিমা-সানজিদা-খাদিজা

ভারতের নারী ‘এ’ দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী ‘এ’ দল।

বুধবার ঢাকায় পা রাখবে ভারতীয় নারী ‘এ’ দল। স্বাগতিক দলের বিপক্ষে তাদের লড়াই শুরু ওয়ানডে দিয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ৪ অক্টোবর। পরের দুটি ওয়ানডে ৬ ও ৮ অক্টোবর। তিনটি টি-টোয়েন্টি হবে কক্সবাজারে। ১১, ১২ ও ১৪ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

হোম সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে দলে রেখেছে নির্বাচকরা। শায়লা শারমীনকে করা হয়েছে অধিনায়ক। এছাড়া দলে আছেন সানজিদা, শারমীন, ফাহিমা, নাহিদা, খাদিজা ও ফারজানা।

এদিকে প্রথম ওয়ানডে খেলার পর বিগ ব্যাশে খেলার জন্য দেশ ছাড়বেন রুমানা ও জ্যোতি। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মুমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম তৃষ্ঞা।

বাংলাদেশ ‘এ’ দল: শায়লা শারমীন (অধিনায়ক), নুজহাত টুম্পা, সানজিদা ইসলাম, শারমীন সুলতানা, রিতু মনি, মুর্শিদা খাতুন, মুমতা হেসান হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ঞা,  ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরায়া আজমিন, পূজা চক্রবর্তী, সোবহানা মুস্তারি, ফারজানা হক পিংকি।


ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়