Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

স্টেডিয়ামের বাইরে উপচে পড়া ভিড় (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্টেডিয়ামের বাইরে উপচে পড়া ভিড় (ভিডিও)

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সন্ধ্যা ৭টায় কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দেখতে বৃষ্টি উপেক্ষা করে দর্শকদের ঢল নেমেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

সন্ধ্যা ৬টায় গ্যালারির গেটগুলো খুলে দেওয়া হয়েছে। দর্শক প্রবেশ করছে। এখনো বাইরে অনেক দর্শক রয়েছে। তারা ঢোকার অপেক্ষায় আছে। অবশ্য বৃষ্টি হওয়ার কারণে টিকিটের দাম খুব বেশি নিচ্ছে না বিক্রেতারা। গ্যালারি ও ভিআইপির টিকিট প্রতি ১০ থেকে ৩০ টাকা বেশি নিচ্ছে।

ইতিমধ্যে আবাহনীর গ্যালারি হিসেবে পরিচিত দক্ষিণ গ্যালারি প্রায় পরিপূর্ণ। ভিআইপি গ্যালারিতেও একই অবস্থা। মোহামেডানের গ্যালারি খ্যাত উত্তর পাশের গ্যালারির দর্শক সংখ্যাও বাড়ছে আস্তে আস্তে। ন্যাড়া গ্যালারি আস্তে আস্তে ভরে উঠছে দর্শকে। লিগ ম্যাচের সময় খা খা করা স্টেডিয়ামের গ্যালারি যেন প্রাণ ফিরে পাচ্ছে। দর্শকদের এমন আগমণই তো সবাই কামনা করে।
ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়