ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গর্বিত বাংলাদেশের কোচ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গর্বিত বাংলাদেশের কোচ

কাতারের বিপক্ষে হার প্রত্যাশা করেননি বাংলাদেশ দলের কোচ জিমি ডে। কিন্তু কাতারের সঙ্গে বাংলাদেশের পার্থক্য সম্পর্কে ভালো ধারনা ছিল তার। তাইতো তার শিষ্যদের সেভাবেই প্রস্তুত করেছেন। কিন্তু মাঠে তার শিষ্যরা যে এতো ভালো পারফরম্যান্স করবে সেটা ভাবেননি।

বৃহস্পতিবার রাতে কাতারের বিপক্ষে জামাল-জীবনদের পারফরম্যান্স কোচের প্রত্যাশার চেয়ে বেশি ছিল। তাইতো ম্যাচ শেষে তিনি জানিয়েছেন শিষ্যদের পারফরম্যান্সে গর্বিত তিনি। অবশ্য গোল না হওয়ায় কিছুটা হতাশও তিনি।

‘ছেলেদের পারফম্যান্স আমি গর্বিত। মাঠে তাদের শারীরিক ভাষা ও পারফরম্যান্স খুবই ভালো ছিল। ফ্যান্টাসটিক। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে আমরা বেশি ও ভালো সুযোগ তৈরি করেছি। দুর্ভাগ্যের বিষয় যে গোল হয়নি। আমরা দুটো গোল হজম করেছি। সেটা না হলে মাথা উঁচু করে মাঠ ছাড়া যেত। তবে এশিয়ার সেরা দলের বিপক্ষে ছেলেরা যে পারফরম্যান্স করেছে তাতে আমি খুশি।’

শুধু তাই নয়, এই ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স তার দায়িত্ব নেওয়ার পর সেরা পারফরম্যান্স বলেও উল্লেখ করেছেন, ‘বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর ছেলেরা যতগুলো ম্যাচ খেলেছে তার মধ্যে এটা সেরা। এটা আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ। ছেলেরা খুবই ভালো খেলেছে। যদিও স্কোরলাইন দেখে সেটা বোঝার উপায় নেই। তবে এই ম্যাচে তারা যেভাবে খেলেছে আশা করছি সেটা পরবর্তী ম্যাচেও কাজে দিবে।’

ম্যাচের আগে কাতারের বিপক্ষে এমন পারফরম্যান্স কী প্রত্যাশা করেছিলেন কোচ, ‘আসলে কঠিন ম্যাচ হবে সেটা জানতাম। ছেলেদের প্রতি বিশ্বাস ছিল। তবে আজকের ম্যাচে তারা আমার প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। ফ্যান্টাসটিক।’
 

ঢাকা/আমিনুল/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়