ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শ্রীলঙ্কার সাফল্যে ভারতে চোখ মিরাজের

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কার সাফল্যে ভারতে চোখ মিরাজের

মেহেদী হাসান মিরাজ। সাদা পোশাকে ইংল্যান্ড বধের কারিগর।

অভিষেক টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। সে ধারিবাহিকতা ধরে রেখেছিলেন দীর্ঘসময়। লাল বলের পর সাদা বলেও দ্যুতি ছড়ান মিরাজ। ডানহাতি অফস্পিনার হয়ে যান দলের অপরিহার্য বোলিং অস্ত্র। যুব বিশ্বকাপের পর মিরাজ নাম লিখান বড়দের বিশ্বকাপেও। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স ‘আপ টু মার্ক’ না হওয়ায় বাদ পড়েন জাতীয় দল থেকে। কিন্তু মিরাজ পথ হারান না। নিজেকে ফিরে পেতে লড়াই করে যাচ্ছেন।

সম্প্রতি শ্রীলঙ্কায় ‘এ’ দলের হয়ে দুই ম্যাচে এক ফিফটিসহ ৯৫ রান ও ৮ উইকেট পেয়েছেন। সবথেকে বড় কথা দীর্ঘ সময় বোলিং করেছেন। টানা বোলিং করায় আত্মবিশ্বাসে জ্বালানি পেয়েছেন মিরাজ। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে।

খুলনার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে মিরাজ এখন খুলনায়। ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া লিগের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামবেন। ২২ গজে নামার আগে মিরাজ নিজের প্রস্তুতি, লক্ষ্য নিয়ে কথা বলেছেন রাইজিংবিডি’র সঙ্গে।

রাইজিংবিডি: সবশেষ টেস্ট ভালো যায়নি। মাঝে একটা টি-টোয়েন্টি সিরিজ গ্যাপ গিয়েছেশ্রীলংকায় খেলে আসলেন, ভালোও করেছেন। এ পারফরম্যান্স ভারত সফরে কতোটা আত্ববিশ্বাস দিবে?

মিরাজঃ আশা করি, সামনে ভালো কিছু হবে। আফগানিস্তানের সাথে আশানুরূপ পারফরম্যান্স হয়নি। ঘরের মাঠে সবশেষ টেস্ট অনেকদিন পর খেলেছিলাম। মাঝে কোন লংগার ভার্সন ম্যাচ খেলার সুযোগ হয়নি। এবার ভারত সফরের আগে শ্রীলংকায় লংগার ভার্সন খেললাম। জাতীয় লীগেও প্রায় চারটি ম্যাচ খেলার সু্যোগ রয়েছে। এই ম্যাচগুলোতে বিশেষ লক্ষ্য থাকবে নিজেকে পুরোপুরি তৈরি করা।

রাইজিংবিডি: এবারের জাতীয়ে লীগে ফিটনেস নিয়ে বিসিবি সর্তক অবস্থানে। গতবার বিপ টেস্টে আপনার সেরা ফলাফল ছিলো। যেহেতু দেশের বাইরে থাকায় বিপ টেস্ট দিতে হয়নি। এবার আপনার ফিটনেসের কী অবস্থা?

মিরাজ: মাঝে আমি একটু ফিটনেসে ফল ডাউন করেছিলাম। এখন আবার সেই ফিটনেসের দিকেই লক্ষ্য করছি। কারণ আমাকে আরও বেশী শারিরীকভাবে ফিট হতে হবে। রানিং, জিমসহ যা করার সবই করছি। শ্রীলঙ্কায় খেলে আসছি। আরও ফিট হওয়ার সুযোগ রয়েছে। আমি সেটাই চেষ্টা করছি। এজন্য নিয়মিত কাজও করছি। আশা করছি এটা ধরে রাখতে পারলে আবার আগের জায়গাটা ফিরে পাবো।

রাইজিংবিডি: খুলনা দল মোটামুটি জাতীয় দলের আদলে করা। দ্বিতীয় ম্যাচে ছয় পরিবর্তন আসছে। বেশির ভাগেরই জাতীয় দলের খেলার অভিজ্ঞতা। অবশ্যই প্রতিযোগিতাও বেশ। চ্যালেঞ্জটা কেমন?

মিরাজ: খুলনা দলের বেশীরভাগই জাতীয় দলের খেলোয়াড়রা খেলে। এখানে সবাাই চায় পারফর্ম করতে। অন্যান্য বিভাগের থেকে খুলনা বিভাগে অনেক বেশি প্রতিযোগীতা। প্রতিযোগীতার জন্যই হয়তো বা পারফর্ম করাটা অনেক বেশি ‍গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বীতা আমাদের যত বেশি হবো আমাদের পারফরম্যান্স ততোটাই বের হবে।

রাইজিংবিডি: জাতীয় লীগে আপনার পরিকল্পনা কী? বিশেষ করে আপনার কোন দিকে লক্ষ্য আছে?

মিরাজ: বোলিং আরও উন্নতি করতে চাই। এজন্য খুলনার হয়ে খেলা আমার জন্য বড় সুযোগ। দীর্ঘদিন ধরে এখানে খেলছি। বিশেষকরে রাজ (আব্দুর রাজ্জাক) ভাইয়ের সাথে খেলছি। রাজ ভাই আমার খেলা ভালো বোঝেন। আমার সমস্যাগুলো ওনাকে বলেছি। মাঠে ওনার পরামর্শে ভুলগুলো ঠিক করার সুযোগ থাকছে। ওনার সাথে কাজ করে বোলিং আরও উন্নতি হবে বলে আশা করি।

রাইজিংবিডি: ব্যাটিং নিয়ে কী পরিকল্পনা?

মিরাজ: ব্যাটিং নিয়েও কাজ করছি। শ্রীলংকা সিরিজে ফলাফল পেয়েছি। আরও ভালো কাজ করার চেষ্টা করছি। ব্যাটিংয়ে মূলত আমার যে ভূমিকা থাকে সেটা পালন করার চেষ্টা তাকে। ভবিষ্যতে যে পজিশনেই খেলি না কেন দলের প্রয়োজনে যেনো ভালো ভূমিকা রাখতে পারি সেই প্রস্তুতি নিচ্ছি।


খুলনা/ আব্দুল্লাহ এম রুবেল/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়