ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দল

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ শুক্রবার সিঙ্গাপুর পৌঁছেছে ২০ সদস্যের বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দল। যেখানে খেলোয়াড় ১৬ জন। কোচ ও কর্মকর্তা ৪ জন।

এই সফরে বাংলাদেশ দল সিঙ্গাপুর জাতীয় দলের সঙ্গে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। পাশাপাশি একজন অভিজ্ঞ কোচের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করবে। মূলত আসন্ন এসএ গেমসকে সামনে রেখে এই প্রস্তুতি ম্যাচ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যেখানে বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছে ওয়ালটন গ্রুপ।

বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন- মিথুন কুমার বিশ্বাস, মো. শামসুজ্জামান খান, মো. নাইমুর রহমান, আব্দুল ওয়াদুদ, হোসাইন মোহাম্মদ আরিফ, মো. শাহনুর রহমান, মো. খালেদ মাহমুদ আকাশ, মো. আলী হোসেন, মো, মাসুদ রানা, মো. আরিফ হোসেন বাপ্পী, মো. আমির হোসেন, মোহাম্মদ রানিয়ুুর রহমান, মো. জামিল আহমেদ, মো. শামসুল ইসলাম, মো. কামরুল হাসান ও মো, রেজাউল হোসেন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়