ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে হাসি-হ্যারিস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে হাসি-হ্যারিস

অস্ট্রেলিয়া দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন দেশটির সাবেক দুই ক্রিকেটার মাইকেল হাসি ও রায়ান হ্যারিস।

দেশের মাটিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে সাবেক ব্যাটসম্যান হাসিকে নিয়োগ দেওয়া হয়েছে মেন্টর হিসেবে। সাবেক পেসার হ্যারিস পেয়েছেন বোলিং কোচের দায়িত্ব। ট্রয় কুলির স্থলাভিষিক্ত হয়েছেন হ্যারিস।

আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাগতিকদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। দুটি সিরিজই হবে তিন ম্যাচের, যার শুরুটা হবে ২৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে।

গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মেন্টরের দায়িত্বে ছিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়া খেলেছিল বিশ্বকাপের সেমিফাইনাল। পরে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজে একই ভূমিকায় কাজ করেছেন আরেক সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ইংল্যান্ডের মাটিতে ১৯ বছর পর অ্যাশেজ ধরে রাখার সাফল্য অর্জন করে অস্ট্রেলিয়া। সেই ধারাবাহিকতায় এবার মেন্টর হলেন হাসি।

পাঁচবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টুর্নামেন্টে রানার্সআপ হওয়া তাদের সেরা সাফল্য।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়