ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ক্যাম্প হবে, ভারত সিরিজও হবে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ক্যাম্প হবে, ভারত সিরিজও হবে’

ক্রিকেটারদের প্রতি কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের অবকাঠামোগত উন্নয়ন- এমন নানাবিধ সমস্যার সমাধানে ১১ দফা দাবি জানান সাকিব, তামিমসহ প্রথম শ্রেণির ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটীয় কোনো কার্যক্রমে অংশ নেবেন না তারা।

এতে করে জাতীয় দলের ভারত সফর অনিশ্চতায় পড়ে গেছে। সফর সামনে রেখে ২৫ অক্টোবর মিরপুরে শুরু হওয়ার কথা অনুশীলন ক্যাম্প। ক্রিকেটারদের ১১ দফা দাবি ও ধর্মঘট নিয়ে মঙ্গলবার মিরপুরে জরুরি সভা শেষে বিসিবি সভাপতি জানান, ক্যাম্প ঠিক সময়েই শুরু হবে। ক্রিকেটাররা ক্যাম্পে যোগ না দিলে বোর্ডের কিছুই করার থাকবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘ক্যাম্প শুরু হচ্ছে, খেলোয়াড়রা যদি যোগ দেয় তো দেবে, নয়তো দেবে না। ক্যাম্পে যদি যোগ না দেয়, তাহলে কিছু করার থাকবে না।’

‘আমি এখনো আশা করি, ২৫ তারিখ থেকে ক্যাম্প হবে এবং ভারত সিরিজও হবে।’

ক্যাম্প শুরুর আগেই জাতীয় দলের কোচিং স্টাফরা যোগ দিচ্ছেন দলের সঙ্গে।  বৃহস্পতিবার ঢাকায় পা রাখার কথা রয়েছে প্রধান কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গোর।  স্পিন বোলিং পরামর্শক হিসেবে যোগ দেওয়া ড্যানিয়েল ভেট্টরি আসবেন শুক্রবার। মূলত বুধ ও বৃহস্পতিবারের মধ্যে টিম ম্যানেজম্যান্টের সবাই চলে আসবেন দেশে।  ফিজিও জুলিয়ান ক্যালেফাতোকে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় দেখা গেছে।

সংকট নিরসনে বোর্ড প্রধান ক্রিকেটারদের সঙ্গে বসতে রাজি আছেন।  এজন্য এগিয়ে আসতে হবে ক্রিকেটারদেরই,‘হ্যাঁ, ওরা বসতে চাইলে আমরা রাজি আছি। ওদের জন্য আমাদের দরজা সব সময় খোলা। ওরা আসলে আমরা কথা বলব। দাবি এর আগে কখনো পাইনি।’

তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ৩০ অক্টোবর ভারতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। দিল্লিতে ৩ নভেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ।

নাজমুল হাসানের বিশ্বাস ক্যাম্পের শুরু থেকেই থাকবেন ক্রিকেটারারা,‘জাতীয় দলের ক্যাম্প অবশ্যই হবে। আমাদের এখানে বেশিরভাগ খেলোয়াড় খেলতে চায়, ক্রিকেটের উন্নতি চায়। দুই একজন ক্রিকেটার হয়তো ষড়যন্ত্রের মধ্যে আছে। খুব শিগগিরই তাদের তাদের বের করা হবে। আমি নিশ্চিত অনেকেই না জেনে এখানে যোগ দিয়েছে।’


ঢাকা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়