ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশের খেলোয়াড়দের পাশে ফিকা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের খেলোয়াড়দের পাশে ফিকা

১১ দফা দাবিতে ধর্মঘট ডেকেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রাখবে তারা। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন্স (ফিকা)।

ফিকার নির্বাহী সভাপতি টনি আইরিশ বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে যে পরিবেশ ও সুযোগ-সুবিধা পাওয়ার কথা সেটার দাবিতে বাংলাদেশের খেলোয়াড়রা যে একসঙ্গে ধর্মঘট করছে সেটাকে আনুষ্ঠানিতভাবে সমর্থন দিচ্ছে ফিকা। বাংলাদেশে চ্যালেঞ্জিং পরিবেশের কারণে খেলোয়াড়দের মধ্যে এই ক্ষোভ দেখা দিয়েছে এবং এটা একটা পরিস্কার সংকেত যে গুরুত্বপূর্ণ একটি ক্রিকেট দেশ হিসেবে বাংলাদেশ যেভাবে তাদের খেলোয়াড়দের মূল্যায়ন করে সেটার পরিবর্তন দরকার। যখন খেলোয়াড়দের ক্যারিয়ার ও জীবিকার উপর প্রভাব পড়ে তখন তারা চুপ করে বসে থাকতে পারে না।’

বাংলাদেশের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) এর বিষয়ে ফিকা সভাপতি বলেছেন, ‘খেলোয়াড়দের সংগঠনের কাজ হচ্ছে তাদের পক্ষে মত দেওয়া। তাদের প্রতিনিধিত্ব করা। এটা খুবই উদ্বেগের বিষয় যে বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণ সংস্থা (কোয়াব) খেলোয়াড়দের কঠিন সময়ে সেই ভূমিকা পালন করছে না। আরো উদ্বেগের বিষয় হল কোয়াবের অধিকাংশ কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট। সবকিছু বিবেচনা করে আমরা বিশ্বাস করি এই সময়ে ফিকার জন্য গুরুত্বপূর্ণ হল বাংলাদেশের খেলোয়াড়দের সব ধরনের সমর্থন দেওয়া।’


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়