ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আলোচনা করে সিদ্ধান্ত নেব : সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলোচনা করে সিদ্ধান্ত নেব : সাকিব

ক্রিকেটাঙ্গনে যখন চলছে অস্থিরতা তখন সাকিব আল হাসান ব্যক্তিগত কাজে পার করছিলেন ব্যস্ত সময়।  বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মঙ্গলবার গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবার চুক্তি করলেন।

সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের অবকাঠামোগত উন্নয়ন- এমন নানাবিধ সমস্যার সমাধানে ১১ দফা দাবি  জানান সাকিব, তামিমসহ প্রথম শ্রেণির ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটীয় কোনো কার্যক্রমে অংশ নেবেন না তারা।  ক্রিকেটারদের এ ধর্মঘটে নেতৃত্ব দেন সাকিব।

মঙ্গলবার ক্রিকেটারদের এ ধর্মঘট নিয়ে সমালোচনা করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।  এই ধর্মঘটকে দেশের ক্রিকেটের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন।  তিনি জানান, আসন্ন ভারত সিরিজ ও চলমান জাতীয় ক্রিকেট লিগ চালু থাকবে।  তার বিশ্বাস, যারা ক্রিকেটকে ভালোবাসে তারা ঠিকই ক্যাম্পে এবং জাতীয় লিগে ফিরে যাবে।  বোর্ড সভাপতির সংবাদ সম্মেলনের পর সাকিবের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল, তাদের পরবর্তী পদক্ষেপ কী?

গ্রামীণফোনের সেই চুক্তি অনুষ্ঠানে সাকিব বেশি কথা বলেননি। জানিয়েছেন, ‘নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা। ’ এদিকে সাকিব বাদে একাধিক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল রাইজিংবিডি। কিন্তু কেউই ফোন ধরেননি। অবশ্য সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতিও বলেছেন,‘ওরা তো কেউ আমার ফোন ধরছে না।’


ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়