ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রিকেটারদের অভিযোগ অস্বীকার কোয়াবের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রিকেটারদের অভিযোগ অস্বীকার কোয়াবের

ক্রিকেটাররা ১১ দফার যে দাবি তুলেছেন, সেই তালিকায় প্রথমেই আছে কোয়াবের বর্তমান কমিটি বিলুপ্তি করতে হবে।

সাকিব-তামিমদের সাফ কথা, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সংক্ষেপে কোয়াবের বর্তমান সভাপতি নাঈমুর রহমান দূর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পালের পদত্যাগ চান তারা।

কিন্তু মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি নাঈমুর জানালেন, পদত্যাগ করবেন না তিনি।  প্রায় একই সুরে সুর মিলিয়েছেন দেবব্রতও।

নাঈমুর বলেছেন, ‘কোয়াব শুধুমাত্র বর্তমান খেলোয়াড়দের সংগঠন নয়। কোয়াব সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে গড়া একটি প্রতিষ্ঠান। সবার সিদ্ধান্তের গুরুত্ব আছে। হ্যাঁ, আমাদের না চাইলে চলে যাব। আমরা এটা আঁকড়ে ধরে থাকতে চাইও না। নতুন নেতৃত্ব এলেই ভালো। কিন্তু সবকিছু অন দ্য প্রসেসে আসতে হবে।  হুট করে সবকিছু হয় না।’

ক্রিকেটারদের অভিযোগ, নাঈমুর বোর্ড পরিচালকের পাশাপাশি কোয়াবের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। বিষয়টি সাংর্ঘষিক। আবার দেবব্রত বিসিবির বেতনভুক্ত কর্মকর্তা। একাধারে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন। আবার বিভিন্ন সময় ম্যানেজারের দায়িত্বও পালন করছেন। ক্রিকেটারদের অভিযোগ, একাধিক পদে থাকায় কোয়াব তাদের পক্ষে বোর্ডে কিছু বলে না এবং কোনো কিছুতেই সংস্থাটিকে পাওয়াও যায় না।

সংবাদ সম্মেলনে বিষয়গুলো অস্বীকার করে নাঈমুর, ‘আমরা সব সময় কিছু কিছু দাবি বোর্ডে উপস্থাপন করেছি। কাজেই এসব জায়গায় প্রশ্ন তোলা দুঃখজনক। ওরা বোর্ডে উত্থাপনের কোনো দাবি নিয়ে কোয়াবের কাছে এসেছে যেটা আমরা উত্থাপন করিনি, সুনির্দিষ্ট এমন কিছু কিন্তু আমরা দেখিনি।’

ক্রিকেটাররা অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট ডেকেছেন, সেখান থেকে ফিরে আসার অনুরোধ করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, ‘আমরা অবশ্যই চাই খেলোয়াড়রা মাঠে ফিরে আসুক। আমাদের অনুরোধ থাকবে তারা যেন মাঠে ফিরে আসে। তাদের ফোন দিয়ে পাওয়া যায় না। অস্ট্রেলিয়ার মতো দেশে কিন্তু ক্রিকেটাররা ক্যাম্প বর্জন করেনি। খেলা চালিয়ে গিয়েও আন্দোলন করা যায়।’


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়