ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তামিমকে নিল ঢাকা, মুশফিককে খুলনা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিমকে নিল ঢাকা, মুশফিককে খুলনা

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর প্লেয়ার ড্রাফট চলছে। লটারির মাধ্যমে সাতটি দল খেলোয়াড় নির্বাচন করার সুযোগ পেয়েছে।

লটারিতে সবার আগে খেলোয়াড় নির্বাচন করার সুযোগ পায় খুলনা টাইগার্স। তারা দলে টানে এ+ ক্যাটাগরির মুশফিকুর রহিমকে।

এরপর সুযোগ পায় ঢাকা প্লাটুন। তারা দলে নেয় তামিম ইকবালকে। রাজশাহী রয়্যালস প্রথম সুযোগই দলে টানে ‘এ’ ক্যাটাগরির লিটন কুমার দাসকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রথম ডাকে দলে টানে ‘এ+’ ক্যাটাগরির মাহমুদউল্লাহ রিয়াদকে।

রংপুর রেঞ্জার্স তাদের প্রথম ডাকে দলে টানে ‘এ’ ক্যাটাগরির মুস্তাফিজুর রহমানকে। কুমিল্লা ওয়ারিয়র্স নেয় ‘এ’ ক্যাটাগরির সৌম্য সরকারকে। সবশেষে সিলেট থান্ডার্স প্লেয়ার নির্বাচনের সুযোগ পেয়ে তারা দলে নেয় `এ' ক্যাটাগরির মোসাদ্দেক হোসেনকে।

এরপর ঠিক উল্টো দিক থেকে শুরু হয়। সেখানে সিলেট দলে টানে মোহাম্মদ মিঠুনকে (এ), কুমিল্লা নেয় আল আমিন হোসেনকে (সি), রংপুর নেয় নাঈম শেখকে (সি), চট্টগ্রাম নেয় ইমরুল কায়েসকে (এ), রাজশাহী নেয় আফিফ হোসেন ধ্রুবকে (বি), ঢাকা নেয় এনামুল হক বিজয়কে (বি) ও খুলনা নেয় শফিউল ইসলামকে (বি)।

প্রথম দুই ডাকে মাশরাফি বিন মুর্তজাকে কেউ দলে নেয়নি।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়