ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কেমন হল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দল গঠন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেমন হল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দল গঠন

৪৩৯ জন বিদেশি ও ১৮১ জন দেশি ক্রিকেটারদের নিয়ে বিপিএলের সপ্তম আসরের প্লেয়ার ড্রাফট আজ শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। যদিও সবগুলো দল তাদের প্লেয়ার ড্রাফটের কোটা পূরণ করেনি। মাত্র তিনটি দল করেছে কোটা পূরণ। দলগুলো অবশ্য অবিক্রিত খেলোয়াড় ও ড্রাফটের বাইরে থেকেও খেলোয়াড় দলে ভেড়াতে পারবে।

৮ ডিসেম্বর উদ্বোধনের পর ১১ ডিসেম্বর মাঠে গড়াবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ বিপিএল। তার আগে চলুন দেখে নেওয়া যাক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবারের আসরকে সামনে রেখে ড্রাফট থেকে কেমন দল গড়ল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:

দেশি ক্রিকেটার : মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ ও জুনায়েদ সিদ্দিকী।

বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিষকা ফার্নান্দো, রায়াদ এমরিত, রায়ান ব্রায়ান ও ইমাদ ওয়াসিম।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়