ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিপিএলে আলো ছড়াবেন লক্ষ্মীপুরের হাসান মাহমুদ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপিএলে আলো ছড়াবেন লক্ষ্মীপুরের হাসান মাহমুদ

এবারের বঙ্গবন্ধু বিপিএল আসরে খেলার সুযোগ পেলেন লক্ষ্মীপুরের ক্রিকেটার হাসান মাহমুদ। প্লেয়ার্স ড্রাফটে তৃতীয় ধাপে হাসান মাহমুদকে কিনে নিয়েছে ঢাকা প্লাটুন।

লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমির কোচ মনির হোসেন বলেন, ‘পূর্বে ক্রিকেটের এমন বড় আসরে খেলার সুযোগ হয়নি লক্ষ্মীপুরের কোন খেলোয়াড়ের। হাসান বিপিএলে খেলার সুযোগ পাওয়ায় ক্রিকেট একাডেমিসহ জেলাবাসী খুবই আনন্দিত।’

ইতোমধ্যে লক্ষ্মীপুরের বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে এই ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন। কোচ মনির হোসেন আশা করছেন হাসান মাহমুদ বঙ্গবন্ধু বিপিএল আসরে আলো ছড়াবে, ভালো খেলে এ জেলার সুনাম বৃদ্ধি করবে।

হাসান মাহমুদ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবি মো. ফারুক হোসেনের ছেলে। সে ডানহাতি ফাস্ট বোলার। হাসান ২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৪০ কিলোমিটার গতির বল করে বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরেছেন। হাসান মাহমুদ অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ দলেও লক্ষ্মীপুরের হয়ে খেলেছেন।


লক্ষ্মীপুর/ফরহাদ হোসেন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়