ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এক রাউন্ড হাতে রেখেই শিরোপা জিতল লিওনাইন চেস ক্লাব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক রাউন্ড হাতে রেখেই শিরোপা জিতল লিওনাইন চেস ক্লাব

‘মার্সেল এয়ার কন্ডিশনার প্রথম বিভাগ দাবা লিগ-২০১৯’ এর আট রাউন্ড শেষেই চ্যাম্পিয়ন হয়েছে লিওনাইন চেস ক্লাব। ৮ খেলায় পূর্ণ ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে এক রাউন্ড আগেই শিরোপা জয় নিশ্চিত করেছে তারা। ১২ পয়েন্ট নিয়ে শাািহন চেস ক্লাব দ্বিতীয় স্থানে, ১১ পয়েন্ট নিয়ে ঢাকা নাইটস্ চেস ক্লাব তৃতীয় স্থানে এবং ১০ পয়েন্ট নিয়ে গোপালগেঞ্জর খেলাঘর দাবা সংঘ চতুর্থ স্থানে রয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অষ্টম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডে লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে ঢাকা নাইটস্ চেস ক্লাবকে পরাজিত করে। লিওনাইন চেস ক্লাবের পক্ষে ভারতীয় শুভায়ন কুন্ডু ও আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায় যথাক্রমে ঢাকা নাইটস চেস ক্লাবের ভারতীয় সোরাম রাহুল সিংহ ও এ,এস,এম নাসিরকে পরাজিত করেন। ঢাকা নাইটস্ চেস ক্লাবের মো. হাসান ঈমাম লিওনাইনের শেখ মো. খায়রুল ইসলামকে পরাজিত করেন। লিওনাইন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার নাইম হক ঢাকা নাইটস চেস ক্লাবের ভারতীয় এপোলোসানা ম্যানগাঙ্গ রাজকুমারের সাথে ড্র করেন। লিওনাইন চেস ক্লাবের পক্ষে এবার অংশ নেন ভারতের শুভায়ন কুন্ডু ও আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায়, বাংলাদেশের মো. শফিকুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক ও শেখ মো. খায়রুল ইসলাম।

অষ্টম রাউন্ডের খেলায় শাহিন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিমকে, গোপালগঞ্জের খেলাঘর দাবা সংঘ ৩.৫-০.৫ গেম পয়েন্টে মীর চেস ক্লাবকে, বসির মেমোরিয়াল চেস ক্লঅব ৩-১ গেম পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে এবং অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল ৩-১ গেম পয়েন্টে দেবদাস বিশ^াস স্মৃতি সংসদকে পরাজিত করে।

আগামীকাল বুধবার বিকেল ৩টা থেকে একই স্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।

এবারের এই প্রতযোগিতায় ১০টি দল অংশ নিয়েছে। দলগুলো হল- লিওনাইন চেস ক্লাব, ক্যাসপারভ চেস ক্লাব, অগ্রণী ব্যাংক দাবা দল, শাহিন স্পোর্টিং ক্লাব, লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিম, দেবদাস বিশ^াস স্মৃতি সংসদ, বসির মেমোরিয়াল চেস ক্লাব, ঢাকা নাইটস চেস ক্লাব মীর চেস ক্লাব ও খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ।

লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল ২০২০ সালের প্রিমিয়ার বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে এবং সর্বনিম্ন স্থান পাওয়া দুটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া প্রত্যেক বোর্ডে শতকরা হারে সর্বোচ্চ ফলাফল লাভকারী খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেওয়া হবে।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্স-আপ দল ৩০ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারী দল ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পেপার রাইজিংবিডি.কম।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়