![]() |
আসন্ন সাউথ এশিয়ান গেমসকে (এসএ গেমস) সামনে রেখে উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতি ম্যাচ খেলতে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কলকাতা গিয়েছে বাংলাদেশ জাতীয় নারী বাস্কেটবল দল।
১০ নভেম্বর থেকে বাংলাদেশ দল সেখানে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলছে। আজ বুধবর চতুর্থ প্রস্তুতি ম্যাচ খেলে পশ্চিমবঙ্গ টেনিস অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে। অবশ্য জয় পায়নি। ৪৪-৩২ পয়েন্টে হেরে যায় বিটিএ এর কাছে। ম্যাচের আগে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী শ্রী সবহনদেব চট্টোপাধ্যায় খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ম্যাচ উপভোগ করেন। ম্যাচটি আয়োজন করেন পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌতম গাঙ্গুলী।
আগামীকাল অনুশীলন ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলার পর ২২ নভেম্বর দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।
এই সফরে কলকাতায় প্রতিদিন সকালে বাংলাদেশ দল অনুশীলন করে। পশ্চিমবঙ্গের কোচরা তাদের প্রশিক্ষণ দেন । এই সফরে খেলোয়াড় রয়েছে ১০ জন। কোচ আছেন একজন।
উল্লেখ্য, এর আগে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুরুষ বাস্কেটবল দল সিঙ্গাপুরে উন্নত প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলেছে।
ঢাকা/আমিনুল