ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফাইনালে যেতে বাংলাদেশের চাই ২২৯ রান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাইনালে যেতে বাংলাদেশের চাই ২২৯ রান

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এমার্জিং এশিয়া কাপের ফাইনালে যেতে বাংলাদেশকে করতে হবে ২২৯ রান। দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান তাদের এই টার্গেট ছুড়ে দিয়েছে।

অবশ্য ৭৩ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসা আফগানদের রানের চাকা এতোদূর আসার কথা ছিল না। কিন্তু স্রোতের বিপরীতে হাল ধরে দলকে দুই শতাধিক রানের সংগ্রহ এনে দেন দারউইস রসুল। বিপর্যয়ের মুখে দলের হাল ধরে তুলে নেন সেঞ্চুরি। ১২৮ বল খেলে ৭ চার ও সমান সংখ্যক ছক্কায় করেন ১১৪ রান।

পাশাপাশি ষষ্ঠ উইকেটে ওয়াহেদুল্লাহ শফিককে সঙ্গে নিয়ে ৬৭ রান ও সপ্তম উইকেটে তারিক স্টানিকজাইকে নিয়ে ৮৬ রানের জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহ পেতে সহায়তা করেন। ইনিংস শেষ হওয়ার ১ বল আগে তিনি সৌম্য সরকারকে উড়িয়ে মারতে গিয়ে মাহিদুল ইসলাম আকনের হাতে ধরা পড়েন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২২৮ রান।

ব্যাট হাতে রসুল ছাড়া ওয়াহেদুল্লাহ ৩৪ ও তারিক ৩৩ রান করেন।

বল হাতে বাংলাদেশের হাসান মাহমুদ ও সৌম্য সরকার ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন তানভীর ইসলাম।

গতকাল প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে এসেছে পাকিস্তান। আজ আফগানিস্তানকে হারাতে পারলে ২৩ তারিখ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়