ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছবিতে ইডেনে প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছবিতে ইডেনে প্রধানমন্ত্রী

ইডেন গার্ডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কলকাতার ইডেন গার্ডেনে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দিবারাত্রির টেস্ট।

শুক্রবার দুপুরে ম্যাচ শুরুর আগে ইডেনের ঘণ্টা বাজিয়ে টেস্টের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ সময় তাদের পাশে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

এর আগে মাঠে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তার সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি, নাজমুল হাসান এবং কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ভারত অধিনায়ক বিরাট কোহলি

 

বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

মুশফিকুর রহিমের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী

 

ভারতের ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

দর্শক অভিবাদনের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ও শচীন টেন্ডুলকার

 

কুশল বিনিময় করছেন শচীন টেন্ডুলকার ও নাঈমুর রহমান দুর্জয়

 

আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পাশে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

 

ঘণ্টা বাজিয়ে টেস্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়




ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়