RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২০ ||  আশ্বিন ১৬ ১৪২৭ ||  ১৩ সফর ১৪৪২

অস্ট্রেলিয়া টেস্ট দল থেকে বাদ ব্যানক্রফট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়া টেস্ট দল থেকে বাদ ব্যানক্রফট

অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট। তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

সবশেষ পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা টেস্ট সিরিজের দল থেকে পরিবর্তন বলতে এই একটিই।

নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন জেমস প্যাটিনসন। দুই টেস্টেই একাদশের বাইরে ছিলেন অভিষেকের অপেক্ষায় থাকা মাইকেল নেসার। দুজনই দলে টিকে গেছেন।

আগামী ১২ ডিসেম্বর পার্থে দিবারাত্রির টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ২৬ ডিসেম্বর মেলবোর্নে দ্বিতীয় ও ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে শেষ টেস্ট।

অস্ট্রেলিয়া টেস্ট দল: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, ট্রাভিস হেড, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, মাইকেল নেসার।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়