ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অস্ট্রেলিয়া যাচ্ছেন বোল্ট-গ্র্যান্ডহোম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়া যাচ্ছেন বোল্ট-গ্র্যান্ডহোম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে ভালো খবর পেল নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোমের চোট থেকে সেরে ওঠার ক্ষেত্রে ভালো অগ্রগতি হচ্ছে।

দুজনই দলের সঙ্গে শনিবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন।

পেসার বোল্ট সাইড স্ট্রেইন ও অলরাউন্ডার ডি গ্র্যান্ডহোম পেশির চোটে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। দুজনই শুক্রবার মাউন্ট মঙ্গানুইতে অনুশীলন করেছেন। এরপরই দুজনের অস্ট্রেলিয়া যাওয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

টুইটারে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোমের চোট থেকে সেরে ওঠার ক্ষেত্রে ভালো অগ্রগতি হচ্ছে। আজ তারা বে ওভালে সফলভাবে অনুশীলন করেছে। দলের সঙ্গে আগামীকাল তারা পার্থে যাবে।’

আগামী বৃহস্পতিবার পার্থে শুরু হতে যাওয়া দিবারাত্রির টেস্টে এই দুজন খেলতে পারবেন কি না, সেই প্রশ্ন যদিও রয়েই যাচ্ছে। তবে তাদের অগ্রগতি আশাব্যঞ্জক।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়