ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আইসিএফ ক্যারমে তৃতীয় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসিএফ ক্যারমে তৃতীয় বাংলাদেশ

আইসিএফ (আন্তর্জাতিক ক্যারম ফেডারেশন) কাপ ক্যারমের অষ্টম আসরে তৃতীয় হয়েছে বাংলাদেশ জাতীয় ক্যারম দল।

শুক্রবার ভারতের পুনেতে শেষ হওয়া প্রতিযোগিতায় ১৬টি দেশের মধ্যে তৃতীয় হয় বাংলাদেশ।

এই টুর্নামেন্ট দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে হেমায়েত মোল্লা বিশ্ব ক্যারম র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থান অর্জন করেছেন।

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার নিশান্ত ফার্নান্দোকে ২-১ সেটে হারিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন হেমায়েত। এর আগে হেময়েত র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে ছিলেন।

টুর্নামেন্টের জন্য বাংলাদেশ থেকে চারজন পুরুষ ও চারজন নারী খেলোয়াড় এবং একজন টিম ম্যানেজারসহ মোট নয়জন ভারতে যান। টিম ম্যানেজার ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।

আইসিএফ কাপে ২০১৫ সালে বাংলাদেশ তৃতীয় হয়েছিল। ২০১৬ ও ২০১৮ সালের টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ। এবার অংশ নিয়ে আবার তৃতীয় হলো।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টিম ম্যানেজার আশরাফ আহমেদ লিয়ন বলেন, ১৬ দেশের এ টুর্নামেন্টে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করায় আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। যা আমাদের ক্যারমকে সামনে আরও এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, আমরা মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় ক্রীড়া পরিষদের কাছে কৃতজ্ঞ।

শনিবার সন্ধ্যায় ঢাকা পৌঁছানোর কথা বাংলাদেশ জাতীয় ক্যারম দলের।

 

ঢাকা/টিপু/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়