ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইংল্যান্ড দলে ফিরলেন অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ড দলে ফিরলেন অ্যান্ডারসন

ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন জেমস অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৭ সদস্যের দলে ফিরেছেন মার্ক উড আর জনি বেয়ারস্টোও।

দুই পেসার অ্যান্ডারসন ও উড চোটের কারণে নিউজিল্যান্ড সফরে খেলতে পারেননি। বাদ পড়েছিলেন কিপার ব্যাটসম্যান বেয়ারস্টো।

গত আগস্টে অ্যাশেজের প্রথম টেস্টে পেশির চোটে পড়েছিলেন অ্যান্ডারসন। এরপর থেকেই ইংল্যান্ডের জার্সিতে আর খেলেননি ৩৭ বছর বয়সি পেসার। হাঁটুর চোটে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ছিলেন উড।

নিউজিল্যান্ডে ১-০ ব্যবধানে হেরে যাওয়া টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন শুধু সাকিব মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা সফরে চারটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজ।

ইংল্যান্ড টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, (উইকেটকিপার), জ্যাক ক্রোলি, স্যাম কুরান, জো ডেনলি, জ্যাক লিচ, ম্যাথু পার্কিনসন, অলি পোপ (উইকেটকিপার), ডমিনিক সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়