ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভুল থেকে শিক্ষা নিয়ে বিপিএলে সেরা প্রোডাকশনের আশ্বাস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুল থেকে শিক্ষা নিয়ে বিপিএলে সেরা প্রোডাকশনের আশ্বাস

বাংলাদেশে দুটি চ্যানেলে দেখা যাবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ।  গাজী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশন দেখাবে বিপিএল।

এছাড়া কয়েকটি দেশে টিভির পর্দায় দেখা যাবে বিপিএল। ভারতে বিপিএল দেখাবে ফানকোড। পাকিস্তানে দেখা যাবে জিইও সুপার টেলিভিশনে। আফগানিস্তানে আরটিএ। এছাড়া ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে বিটি স্পোর্টস, ইতালিতে ইলেভেন স্পোর্টস, যুক্তরাষ্ট্র ও কানাডায় হটস্টার এবং অস্ট্রেলিয়ায় ফক্সস্টারে বিপিএল দেখা যাবে।  অনলাইনে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে র‌্যাবিটহোলে দেখা মিলবে চার-ছক্কার বিপিএলের।

রাত পোহালে শুরু হবে বিপিএল। গতবার বিপিএলের প্রোডাকশন নিয়ে হয়েছিল সমালোচনা। বিশ্বের দ্বিতীয় ফ্রাঞ্চাইজি লিগ দাবি করলেও আয়োজকরা মন জয় করতে পারেনি ক্রিকেটারদের। এবার কি হবে? বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, ভুল থেকে শিখেছে বিসিবি।  তার বিশ্বাস এবারের বিপিএল প্রোডাকশন চমক দেখাবে,‘আমরা ভুল থেকে শিখছি। গতবার কিছু কিছু ক্ষেত্রে প্রোডাকশনের সমস্যা ছিল, আপনাদের রিপোর্ট দেখেও আমরা চেষ্টা করছি সম্ভব সেরা কিছু উপহার দেওয়ার।’

এবারও প্রোডাকশনে সেরা প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করেছে বিসিবি,‘আমরা প্রোডাকশনের ব্যাপারে এবার যথেষ্ট গুরুত্ব দিয়েছি। চেষ্টা করেছি সম্ভব সেরা প্রযুক্তিগুলো সংযুক্ত করার। স্পাই ক্যাম, ড্রোন ক্যামেরা আমরা ব্যবহার করব। ঢাকার বাইরে স্পাই ক্যামেরা থাকবে না, চট্টগ্রাম ও সিলেটে ড্রোন থাকবে।’

৮ ডিসেম্বর জমকালো আয়োজনে বিপিএলের উদ্বোধন হয়েছে।  বল মাঠে গড়াবে বুধবার। সাত দলের এ বিপিএলের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।  দিনের দ্বিতীয় ম্যাচ খেলবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।

প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।  সন্ধ্যার ম্যাচটি শুরু হবে সাড়ে ছয়টায়। 


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়