ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যাটিংয়ে চ্যালেঞ্জ দেখছেন মালান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটিংয়ে চ্যালেঞ্জ দেখছেন মালান

বিপিএলের প্রথম দিনই মাঠে নেমেছিলেন ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান। ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটাতে পারেননি। তবে দলের হয়ে রেখেছেন সামান্য অবদান। পরের ম্যাচগুলোতে ব্যাটিংয়ে ভালো কিছু করতে মুখিয়ে কুমিল্লা ওয়ারিয়র্সের এই ব্যাটসম্যান।

যদিও মিরপুরের উইকেটে ব্যাটিং করা চ্যালেঞ্জিং মনে করছেন মালান। তার মতে, উইকেট বেশ পরিবর্তন হয়েছে। বিশেষ করে আবহাওয়া ঠাণ্ডা হওয়ায় উইকেট বেশ নরম। তাই শট খেলা কঠিন ও চ্যালেঞ্জিং।

মালান বলেছেন, ‘উইকেট পরিবর্তন হয়েছে। আমি ঠিক নিশ্চিতই নই, তাপমাত্রা কম হওয়াতেই সমস্যা হল কি না। এর আগে আমি এখানে যতবার এসেছি ততবারই তাপমাত্রা গরম পেয়েছি। উইকেট বেশ শক্ত ছিল এবং বল স্কিড করত। এখন শীতকাল চলছে। মাটি নরম। এখানে বল ফেলা কঠিন এবং সীমানার বাইরে বল পাঠানো তো আরও চ্যালেঞ্জিং।’

এমন উইকেটেই গতকাল ৯টি ছক্কা হাঁকিয়েছেন কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকা। শানাকা ৩১ বলে ৭৫ রানের ইনিংস খেলার পর জানান, প্রথম ১০-১২ ওভারে মানিয়ে নিলে পরবর্তীতে খেলতে সমস্যা হয় না।

সামনের ইনিংসগুলোতে মালান এ টেকনিক ব্যবহার করবেন বলে জানালেন, ‘আমি বলব না যে এখানে মানিয়ে নেওয়া কঠিন। চ্যালেঞ্জিং কাজ অবশ্যই। ৩-৪ ম্যাচ গেলেই আপনি সহজে মানিয়ে নিতে পারবেন। তখন কাজটা সহজ হয়ে যায়।’

মিরপুরে গতকাল রংপুর রেঞ্জার্সকে উড়িয়ে দিয়েছিল কুমিল্লা। দলের জয়ের দিনে ২৩ বলে ২৫ রান করেছিলেন মালান। বৃহস্পতিবার সকালে কুমিল্লা অনুশীলন করেছে একাডেমি মাঠে। তাদের পরের ম্যাচ ঢাকা প্লাটুনের বিপক্ষে। যারা নিজেদের প্রথম ম্যাচ হেরেছে রাজশাহী রয়্যালসের বিপক্ষে।

মালান জানালেন, জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে কুমিল্লা, ‘আমাদের পরবর্তী ম্যাচ ঢাকার বিপক্ষে। কাগজে কলমে তারা বেশ শক্তিশালী। বোলিং অ্যাটাক শক্তিশালী। আমাদেরকে অবশ্যই তাদের সঙ্গে সেরা ক্রিকেট উপহার দিতে হবে। টুর্নামেন্ট যত গড়াবে আমরা আমাদের খেলায় তত উন্নতি করতে পারব এবং ততই টুর্নামেন্ট উপভোগ্য হবে।’


ঢাকা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়