ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ওয়ালটন বুদ্ধিজীবী দিবস ক্রিকেটে চ্যাম্পিয়ন গুলশান গ্লাডিয়ার্স

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন বুদ্ধিজীবী দিবস ক্রিকেটে চ্যাম্পিয়ন গুলশান গ্লাডিয়ার্স

ওয়ালটন শহীদ বুদ্ধিজীবী দিবস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গুলশান গ্লাডিয়ার্স।

রাজধানীর সিটি ক্লাব মাঠে বৃহস্পতিবার ফাইনালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ১০২ রান করেছিল স্ক্রিয় ব্লু। লক্ষ্য তাড়ায় গুলশান গ্লাডিয়ার্স জয় পেয়েছে ৫ উইকেটে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার শুরু হয়েছিল দুই দিনের এই টুর্নামেন্ট।

সিটি ক্লাব আয়োজিত টুর্নামেন্টে অংশ নিয়েছিল ৯টি দল। যাদের হয়ে খেলেছেন ১৪ থেকে ২০ বছর বয়সী তরুণরা। বৃহস্পতিবার দ্বিতীয় দিন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা।

এ সময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ডেপুটি ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) মিলটন আহমেদ ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাজ্জাদ হোসেন শাকিল।

প্রধান অতিথি ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের আত্মদানের কথা তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। তরুণরা যাতে মাদক থেকে দূরে থাকে সেজন্য তাদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।’

এই টুর্নামেন্টে টাইটেল স্পন্সর ছিল দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার জন্য ওয়ালটনকে ধন্যবাদ জানান ইলিয়াস উদ্দিন মোল্লা।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়