ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ কম’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ কম’

টেস্ট অধিনায়ক মুমিনুল হক শুরুটা করেছিলেন। তার পথেই হেঁটেছেন ইমরুল কায়েস। দুজনেরই দাবি, মিডিয়া তাদের পারফরম্যান্সে বাধা সৃষ্টি করে!

সেটা কীভাবে? মুমিনুল হকের দাবি ছিল, ‘প্রতিপক্ষের শক্তির কথা মনে করিয়ে ক্রিকেটারদের ওপর চাপ বাড়ান সাংবাদিকরা!’

আর ইমরুল কায়েস বিপিএলের প্রথম দিন সরাসরি বলেছেন, ‘এই আপনাদের (সাংবাদিক) বলাটার (প্রশ্ন) জন্য আমি ফর্ম থেকে হারিয়ে যাচ্ছি। ফর্মে থাকতে থাকতে আমি ফর্ম থেকে হারিয়ে যাই।’

ব্যাট হাতে রান না পেলে সাংবাদিকদের দোষ! ফর্ম নিয়ে কথা বললেও সমস্যা। পারফরম্যান্স খারাপ হলেই সাংবাদিকদের দায়! এমন তত্ত্বে বিশ্বাসী নন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরা মাশরাফি সাফ বললেন, ‘মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ কম।’

তার কথা, ‘মিডিয়ায় লেখালিখির কারণে যদি মাথায় ঝামেলা তৈরি করে তাহলে সেটা এড়িয়ে যাওয়া ভালো। বড় খেলোয়াড়রা এটাই করে।’

ওয়ানডে অধিনায়ক সতীর্থদের পেশাদারিত্ব দেখানোর আহ্বানও জানিয়েছেন, ‘পেশাদারিত্ব ধরে রাখতে হবে। আমি খারাপ করলে আপনি লিখতে বাধ্য। আমি ভালো করলেও আপনি লিখতে বাধ্য। ব্যক্তিগতভাবে এটা নিয়ে ভাবলে হবে না। অনেকেই এগুলো পড়ে বা দেখে। হয়তো সে চাপটা মাথায় নিয়ে নেয়। যেটা পেশাদার জীবেন প্রয়োজন নেই।

‘আপনি পেশাদারিত্বের জায়গা থেকে চিন্তা করলে আপনি আপনার জায়গায় আছেন। খেলোয়াড়দেরও খেলোয়াড়দের জায়গায় থাকতে হবে। আমার কাছে মনে হয় যার যেটা পেশা সেখানে স্ট্যান্ড নেওয়া জরুরি। আপনি খেলোয়াড়, আপনি খেলা নিয়ে চিন্তা করেন বাইরের চিন্তা বাদ দিয়ে’-বলেন মাশরাফি।

বিশ্বকাপের পর মাশরাফি বৃহস্পতিবার ফিরেছেন ২২ গজে। মাঝে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও চোটের কারণে পারেননি। বাকি সময় ছিল না ওয়ানডে ম্যাচ বা সীমিত পরিসরের ঘরোয়া ক্রিকেট। তাই মাঠে থাকা হয়নি। খেলার পাশাপাশি রাজনীতির মাঠে নেমেছেন মাশরাফি। দীর্ঘ বিরতির সময়টায় মাশরাফি কাটিয়েছেন রাজনীতির ময়দানে।

দীর্ঘদিন নিজেকে গণমাধ্যম থেকে আড়াল রাখার কারণ জানাতে গিয়ে মাশরাফি বলেছেন, ‘আমার যখন মনে হবে আপনাদের ফেস করতে হবে তখন আমাকে আসতেই হবে। বিশ্বকাপের পর আমি ক্রিকেটে ছিলাম না। তাই আপনাদের সামনে এসে কথা বলা হয়নি। আবার ক্রিকেটে ফিরেছি। তাই এখানে এসে কথাও বলছি।’


ঢাকা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়