ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এল ক্লাসিকোতে প্রতিদ্বন্দ্বিতার আশা মেসির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এল ক্লাসিকোতে প্রতিদ্বন্দ্বিতার আশা মেসির

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আগামী ১৮ ডিসেম্বর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 

চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স ভালো না হলেও সাম্প্রতিক সময়ে উড়ছে তারা। শেষ ১০ ম্যাচে রিয়াল মাদ্রিদ হারেনি কোনো ম্যাচে। ৮ ম্যাচ তারা জিতেছে। ড্র করেছে ২টি। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় জয় পেয়েছে শেষ ম্যাচে।

কিন্তু লা লিগায় এল ক্লাসিকোতে শেষ দুই মৌসুমে চার ম্যাচে বার্সেলোনা জিতেছে তিন ম্যাচে।  অপর ম্যাচটি হয়েছে ড্র।  এ সময়ে রিয়াল মাদ্রিদ হজম করেছে ১১ গোল।  করতে পেরেছে মাত্র ৩ গোল। এছাড়া কোপা ডেল রের প্রথম সেমিফাইনালে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারায় ৩-০ ব্যবধানে।  সব মিলিয়ে দুই দলের শেষ কয়েকটি লড়াইয়ে রিয়াল মাদ্রিদ স্রেফ উড়ে গেছে কাতালানদের কাছে।  

এবারের মৌসুমের প্রথম লড়াই হতে যাচ্ছে আগামী ১৮ ডিসেম্বর।  ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচে রিয়াল মাদ্রিদের থেকে প্রতিদ্বন্দ্বীতার আশা করছেন বার্সেলোনার অধিনায়ক মেসি।  অ্যাডিডাসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মেসি বলেন,‘আমি রিয়াল মাদ্রিদের থেকে শক্ত প্রতিদ্বন্দ্বীতার আশা করছি।  এই ম্যাচগুলো বিশেষ। আপনি কিভাবে এখানে আসছেন সেটা গুরুত্বপূর্ণ নয়।  আপনি এসব ম্যাচে কেমন পারফরম্যান্স করছেন সেটা গুরুত্বপূর্ণ। ’

পাশাপাশি নিজেদের ভুলগুলো পুনরায় না করার প্রত্যয় ব্যক্ত করেছেন মেসি,‘আমরা আগের ম্যাচগুলোকে যে ভুলগুলো করেছি সেগুলো করা যাবে না। নতুন মৌসুমে আমাদের প্রথম ম্যাচ। পুরোনো ভুলগুলো শুধরে নিয়ে বর্তমানে মনোযোগী হতে হবে। ’

এল ক্লাসিকোতে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখতে মুখিয়ে মেসি,‘কেউ কখনো বলতে পারবে না যে আমরাই জিতব।  এখন লা লিগায় বড় দলগুলো বেশ সতর্ক থাকে। আমাদেরকেও সতর্ক থাকতে হবে। যে কোনো দিন যে কেউ আমাদের হারাতে পারে। আর ঘরের মাঠে খেলা সব সময়ই তো চাপের। তবে হ্যাঁ দর্শকরা থাকলে আনন্দও লাগে। তাদের সমর্থণ আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে।’



ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়