ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে পণ্ড আরেকটি দিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে পণ্ড আরেকটি দিন

দশ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। কিন্তু এমন ফেরাটা হয়তো চাননি দেশটির ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টি আর আলোকস্বল্পতায় ব্যাট-বলের লড়াইটাই যে সেভাবে হচ্ছে না!

রাওয়ালপিন্ডিতে আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হয়েছিল ৪৮ মিনিট বাকি থাকতেই। পরদিন থেকে তো চলছে বৃষ্টির দাপট।

বৃষ্টি আর আলোকস্বল্পতায় দ্বিতীয় দিন খেলা হয় ১৮.২ ওভার। তৃতীয় দিন আরও কম, মাত্র ৫.২ ওভার। চতুর্থ দিন তো একটি বলও মাঠে গড়াল না!

আগের রাতে এবং সকালে হওয়া বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় শনিবার স্থানীয় সময় ১২টার দিকে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

চার দিনে সব মিলিয়ে খেলা হয়েছে ৯১.১ ওভার। তাতে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ২৮২। ধনঞ্জয়া ডি সিলভা ৮৭ ও দিলরুয়ান পেরেরা ৬ রানে অপরাজিত আছেন।

ম্যাচ যে নিষ্প্রাণ ড্র হতে যাচ্ছে, সেটা না বললেও চলছে। শেষ দিনে কিছুটা খেলা হলে অন্তত সেঞ্চুরি তুলে নেওয়ার চেষ্টাটা করতে পারবেন ধনঞ্জয়া।



ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়