ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মানসিক অবসাদ থেকে ফিরে দুরন্ত ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ১১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানসিক অবসাদ থেকে ফিরে দুরন্ত ম্যাক্সওয়েল

বিগ ব্যাশ লিগে শুক্রবার ‘মেলবোর্ন ডার্বি’ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে মেলবোর্ন রেনিগেডসকে ৭ উইকেটে হারায় মেলবোর্ন স্টারস। তবে ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচটিতে ৪৫ বলে ৮৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই বিধ্বংসী ব্যাটসম্যান। তবে শুধু এই ম্যাচ নয় পুরো বিগ ব্যাশ জুড়ে আলোচনায় মানসিক অবসাদ থেকে ফিরে আসা এই ক্রিকেটার। এবারের বিবিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও এই অজি ক্রিকেটার।

শুক্রবার সন্ধ্যায় রেনিগেডসের দেয়া ১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ৫৪ রানে ৩ উইকেট হারায় স্টারস। চতুর্থ উইকেটে নিক লারকিনকে নিয়ে ১১৫ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল। যেখানে ম্যাক্সওয়েলের অবদান ৮৩। ১ চারের সঙ্গে ৭টি ছয়ে এ রান করেন তিনি। ম্যাচ শেষে এই অজি ক্রিকেটার বলেন, ‘এই টুর্নামেন্ট শুরুর আগে আমি মানসিক ভাবে চাঙা হয়ে এসেছি। পুরোনো কোনো কিছু মাথায় বয়ে আনিনি।’

আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৩১১ রান করেন ম্যাক্সওয়েল। শীর্ষে আছেন মার্কাস স্টয়নিস ৩৩১ রান নিয়ে। তবে স্ট্রাইক রেটে সবাইকে ছাড়িয়ে ম্যাক্সওয়েল। স্টয়নিসের স্ট্রাইক রেট যেখানে ১১৯ সেখানে ম্যাক্সওয়েলের ১৭০। ম্যাক্সওয়েল মনে করেন মানসিক অবসাদের সময় যে বিরতি পেয়েছেন সেটি কাজে দিয়েছে তার জন্য। ম্যাক্সওয়েলের ভাষায়, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিতে চাই। তারা আমায় তখন যে বিরতি দিয়েছে, তার সুফল আমি এখন ভোগ করছি। আমার মাথায় এখন আর কিছু ভর করে নেই। আমি এখন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। সবকিছু আমার জন্য এখন শান্ত ও স্থির।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়