ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘আমি বোকা নই যে বুঝব না’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমি বোকা নই যে বুঝব না’

টটেনহ্যাম হটস্পারের ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন চলতি জানুয়ারিতে ইংল্যান্ড ছেড়ে দিবেন। এ লক্ষ্যে টটেনহ্যামের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহও দেখাননি ২৭ বছরের তারকা ফুটবলার। চলতি সপ্তাহের মধ্যে ইন্টার মিলান থেকে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। তাই টটেনহ্যামের ম্যাচ এখন এরিকসন সিরিয়াসলি খেলে না বলে দাবি মরিনহোর।

মিডলসবার্গের বিপক্ষে ম্যাচের আগে সংবাদমাধ্যমে মরিনহো বলেন, ‘এটা কি সেরা সময়ের এরিকসনের খেলা? আমি সততার সঙ্গে বলছি, না। আমি তো আর বোকা নই যে বুঝব না। সে কি জন্য এখন ভাল খেলছে না।’

চলতি মৌসুমে টটেনহ্যামের হয়ে ২৫ ম্যাচে মাঠে নেমেছে এরিকসন। এর মধ্যে ৮টিতে বদলি খেলোয়াড় হিসেবে। ২০১৩ সালে টটেনহ্যামে যোগ দেয়ার পর ফিট থাকা অবস্থায় কখনো এক মৌসুমে এর চেয়ে বেশি ম্যাচ বদলি হিসেবে নামেননি এরিকসন।

টটেনহ্যামের জার্সিতে এখন পর্যন্ত ২২৩ ম্যাচে ৫১ গোল করেছেন এরিকসন। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দলকে উঠতেও সাহায্য করেন এই মিডফিল্ডার। মরিনহোর দলেও নিয়মিত মুখ এই ডেনিশ ফুটবলার। দল ছেড়ে দিবেন জেনেও এরিকসনকে মাঠে নামাবেন কি না? এমন প্রশ্ন রাখা হয় মরিনহো বরাবর।

জবাবে এই পর্তুগিজ কোচ বলেন, ‘আমি মানি, এমন অবস্থায় খেলোয়াড়দের সেরাটা পাওয়া যায় না। তবে সে মাঠে থাকলে ইতিবাচক খেলার চেষ্টা করে। সে মিডলসবার্গের বিপক্ষে খেলবে। এমনকি পরের ম্যাচেও তাকে আমরা মাঠে দেখবো। তবে শনিবারের পরে কি হবে, সেটা আমি বলতে পারি না।’



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়