ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশ্বকাপে ফিরতে চান ডি ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপে ফিরতে চান ডি ভিলিয়ার্স

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

ফর্মে থাকা অবস্থায় ২০১৮ সালে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ডি ভিলিয়ার্স। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও শেষ মুহূর্তে খেলা হয়নি তার।

তবে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চান ডি ভিলিয়ার্স। প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগ খেলতে এসে এমন ইচ্ছার কথা জানিয়েছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মঙ্গলবার ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ অভিষেক হয় ডি ভিলিয়ার্সের। ম্যাচটিতে ৩২ বলে ৪০ রান করে দলকে ৭ উইকেটের জয় এনে দেন এই ব্যাটসম্যান।

ম্যাচ শেষে তার কাছে জানতে চাওয়া হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কি না? এর উত্তরে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি অবশ্যই চাই।’

পরে তিনি যোগ করেন, ‘আমার টি-টোয়েন্টি বিশ্বকাপের ইচ্ছা বাস্তবে রুপ দিতে হলে আরও অনেক কিছু ঘটতে হবে। তবে আমি চাই খেলতে। আমি কোচ মার্ক বাউচার, গ্রায়েম স্মিথ (বোর্ড পরিচালক), অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে কথা বলেছি। আমরা সবাই বিষয়টি সত্যিই বাস্তবে রুপ দিতে চাই।’

তবে ভক্তদের এখনই আনন্দে ভাসতে মানা করেছেন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান, ‘আমি আবারও বলছি, আমি নিশ্চয়তা দিচ্ছি না। আমি ভক্তদের হতাশ করতে চাই না। আমায় বিশ্বকাপ খেলতে হলে অনেক কিছু ঘটতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে।’


ঢাকা/কামরুল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়