ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোহলি কেন চারে, প্রশ্ন শোয়েব-লক্ষ্মণের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোহলি কেন চারে, প্রশ্ন শোয়েব-লক্ষ্মণের

সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ভারত। স্বাগতিক দল স্রেফ উড়ে গেছে। ভারতের ১০ উইকেটের বিব্রতকর হারের কারণ খুঁজতে চলছে নানা বিশ্লেষণ।

এমন হারের জন্য ঘুরিয়ে-ফিরিয়ে অধিনায়ক বিরাট কোহলিকে দায়ী করছেন শোয়েব আখতার। কোহলির চার নম্বরে ব্যাটিং নামার সমালোচনাও করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

মুম্বাইয়ে মঙ্গলবার ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। লোকেশ রাহুলকে তিনে জায়গা দিতে কোহলি নামেন চারে। ভারত অধিনায়ক ফেরেন মাত্র ১৬ রান করেই। মাঝের ওভারে একের পর এক উইকেট হারানোয় রানের গতি বাড়াতে পারেনি ভারত। খেলতে পারেনি পুরো পঞ্চাশ ওভারও। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের অপরাজিত সেঞ্চুরিতে ২৫৬ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া পেরিয়ে যায় অনায়াসেই।

ভারতের পারফরম্যান্সকে লজ্জাজনক বলছেন শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘বিস্ময়করভাবে ভারত অপদস্থ হয়েছে। ওদের বোলাররা রেকর্ড রান বিলিয়েছে এবং ওরা আত্মসমর্পণ করেছে। ওরা একটি উইকেটও নিতে পারেনি। এই হার ভারতের জন্য খুবই বিড়ম্বনার।’

ব্যাটিং অর্ডারে কোহলির আরও আগে নামা উচিত ছিল বলে মনে করেন শোয়েব, ‘টস গুরুত্বপূর্ণ ছিল। ভারত টস হেরেছে, ম্যাচও হেরেছে। ধাওয়ান ভালো খেলেছে। তবে কোহলির মতো ব্যাটসম্যানের ২৮তম ওভারে খেলতে আসা উচিত নয়, তার আরও আগে নামা উচিত ছিল।’

কোহলির চারে নামাটা পছন্দ হয়নি সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণেরও। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে লক্ষ্মণ বলেন, ‘শচীন টেন্ডুলকার বিশ্বের সেরা ব্যাটসম্যান ছিল। শচীনও চার নম্বরে ব্যাট করতে পছন্দ করত না। দলের সেরা ব্যাটসম্যান যেন ম্যাচে বেশি বল খেলার সুযোগ পায়। অস্ট্রেলিয়ার মতো দারুণ বোলিং আক্রমণের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত হয়নি।’

ওয়ানডেতে চার নম্বরে কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই ভালো নয়। ২০১৫ সালের জানুয়ারি থেকে চারে নেমে সাত ইনিংসের একটিতেও তিনি ২০ পার করতে পারেননি। সবশেষ তিনি চারে নেমে বড় ইনিংস খেলেছিলেন ২০১৪ সালের নভেম্বরে। কোহলি নিজেও বলছেন, এই পজিশন নিতে তাদের ভাবতে হবে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘অতীতে অনেকবার এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। যেভাবে লোকেশ রাহুল ব্যাটিং করে, আমরা ওকে ব্যাটিং লাইনআপে ফিট রাখার চেষ্টা করেছি। আমি চারে নামার পর সেটা আমাদের পক্ষে গেছে বলে আমি মনে করি না। এটা নিয়ে সম্ভবত আমাদের পুনরায় ভাবতে হবে।’


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়