ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যে কারণে দলে হাসান, নেই ইমরুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে কারণে দলে হাসান, নেই ইমরুল

বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে রীতিমতো উড়েছেন ইমরুল কায়েস।

ব্যাট হাতে দোর্দন্ড প্রতাপে শাসন করেছেন বোলারদের। বিপিএলে সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন এবার। আছে ম্যাচজয়ী একাধিক ইনিংস। এমন পারফরম্যান্সে জাতীয় দলের দুয়ার খুলবে, এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু নাহ! ইমরুলকে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও কয়েকটি দিন।

পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে তাকে রাখা হয়নি। শনিবার ঘোষিত ১৫ জনের দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিথুন। কেন ইমরুল নেই? কেন-ই বা মিথুন দলে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু রাইজিংবিডিকে জানালেন কারণ।

মিনহাজুল বলেছেন, ‘ইমরুলের হ্যামস্ট্রিং ইনজুরি। বিপিএলের শেষ দিকে চোটটা পেয়েছে। তার সেরে উঠতে সময় লাগবে। এ কারণে রাখা হচ্ছে না। মুশফিকুর রহিম নেই। চেয়েছিলাম ইমরুলকে দলে রাখতে এবং ওই পজিশনে খেলাতে। কিন্তু ইনজুরির কারণে সেটা সম্ভব হচ্ছে না।’

মিথুনকে দলে রাখা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। এ বিষয়ে মিনহাজুলের ব্যাখ্যা, ‘ভারত সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মিথুন ভালো খেলেছে। ম্যাচটা টেনেছিল। বিপিএল তার খারাপ গেছে, সেটা বলা যাবে না। যেখানে খেলেছে পারফর্ম করার চেষ্টা করেছে। বড় ইনিংসও আছে। যারা শেষ সিরিজে ভালো খেলেছে, তাদেরকে তো বিবেচনায় আনতেই হবে।’

পাকিস্তান সিরিজে চমকের নাম হাসান মাহমুদ। দ্রুতগতির এই পেসারকে দলে নিয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন নির্বাচকরা। বিপিএলে ১৩ ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ঢাকা প্লাটুনের হয়ে খেলা হাসান। তার থেকে বেশি উইকেট আছে একাধিক পেসারের। মেহেদী হাসান রানা ১০ ম্যাচে ১৮ উইকেট পেয়েছেন। ফাইনাল খেলা শহিদুল ইসলামের ১৩ ম্যাচে শিকার ১৯ উইকেট। তাদের টপকে হাসান মাহমুদ দলে ঢুকেছেন ভিন্ন পরিকল্পনায়।

মিনহাজুল বলেছেন, ‘আমরা অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ খেলব। সেখানে দ্রুতগতির একজন বোলার দরকার। যে ধারাবাহিক একই গতিতে বোলিং করতে পারে। হাসানকে আমরা সেভাবেই প্রস্তুত করতে যাচ্ছি। পাকিস্তান সফরের পর জিম্বাবুয়ে সিরিজও আছে। সেখানে সে অবশ্যই সুযোগ পাবে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনাতেই তাকে রাখা হয়েছে।’


ঢাকা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়