ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বেসের পাঁচ উইকেটের পর ডি ককের ফিফটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেসের পাঁচ উইকেটের পর ডি ককের ফিফটি

পোর্ট এলিজাবেথ টেস্টে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন ডম বেস। দক্ষিণ আফ্রিকার হয়ে ফিফটি করে অপরাজিত আছেন কুইন্টন ডি কক।

দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২০৮ রান। ডি কক ৬৩ ও ভারনন ফিল্যান্ডার ২৭ রানে অপরাজিত আছেন। এখনো ২৯১ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ৪৯৯ রানে।

২ উইকেটে ৬০ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম ঘণ্টাতেই তারা হারায় ডিন এলগার (৩৫) ও ফাফ ডু প্লেসিকে (৮)। দুজনই অফ স্পিনার বেসের শিকার। আগের দিন প্রথম ২ উইকেটও নিয়েছিলেন তিনি।

লাঞ্চের আগে ফন ডার ডুসেনকে (২৪) ফিরিয়ে বেস টেস্টে প্রথমবারের মতো পূর্ণ করেন পাঁচ উইকেট। তখন ১০৯ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে দক্ষিণ আফ্রিকা। খানিক বাদে নামে বৃষ্টি। তাতে খেলা বন্ধ থাকে প্রায় চার ঘণ্টা।

আবার খেলা শুরু হলে আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা আনরিখ নরজেকে নিয়ে প্রতিরোধ গড়েন ডি কক। নরজে টিকেছেন ১৩৬ বল। ১৮ রান করা নরজেকে ফিরিয়ে ৪৫ রানের জুটি ভাঙেন বেন স্টোকস।

দিনের বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি ডি কক ও ফিল্যান্ডার। ষষ্ঠ উইকেটে ৫৪ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন এই দুজন। বেস ৫১ রানে নিয়েছেন ৫ উইকেট।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়