ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘অনেক ভুল করেছি’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অনেক ভুল করেছি’

বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেওয়া ছয়টি দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফিলিস্তিন। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা সবার চেয়ে এগিয়ে (১০৬)। যদিও তারা মূল দল পাঠায়নি। তারপরও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তারা। সেই দলের বিপক্ষে শ্রীলঙ্কা কী দারুণ পারফরম্যান্সটাই না করল!

৯০ মিনিট পর্যন্ত ফিলিস্তিনকে জালের নাগাল পেতে দেয়নি। ম্যাচের যোগ করা সময়ে গিয়ে খেই হারিয়ে দুই গোল হজম করে। তবে তাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। বাংলাদেশের বিপক্ষে সেই পারফরম্যান্সটা করতে পারলে জেতাটা কঠিন হয়ে যেত স্বাগতিকদের জন্য। যদিও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি শ্রীলঙ্কা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ মোহাম্মদ নিজাম পাকীর আলীও জানিয়েছেন একই কথা। তার মতে ছেলেরা অনেক ভুল করেছে।

‘আমরা অনেক ভুল করেছি। এতো ভুল করে আপনি জেতার আশা করতে পারেন না। ফিলিস্তিনের বিপক্ষে আমরা যেভাবে খেলেছিলাম সেভাবে খেলতে পারিনি। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স হয়নি।বাংলাদেশ ভালো খেলেছে। তারা আমাদের ভুলের সুযোগ কাজে লাগিয়েছে।’

অবশ্য শ্রীলঙ্কা গ্রুপ পর্ব পেরুতে পারবে সেই প্রত্যাশা নিয়ে আসেনি। তারা ১৪ জানুয়ারি বাংলাদেশে এসেছে ২২ তারিখের ফিরতি টিকিট কেটে। অথচ বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল ২২ জানুয়ারি। দ্বিতীয় সেমিফাইনাল ২৩ তারিখ। আজ বাংলাদেশকে হারাতে পারলে তাদের ফ্লাইট চেঞ্জ করতে হত।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়