ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বউকে নয়, দেশকে গোল উৎসর্গ মতিনের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বউকে নয়, দেশকে গোল উৎসর্গ মতিনের

ছবি : আমিনুল ইসলাম

ডিসেম্বরে অলিম্পিক দলের আদলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল গিয়েছিল সাউথ এশিয়ান গেমসে অংশ নিতে। সেই দলে অবশ্য ছিলেন না মতিন মিয়া। কেন ছিলেন না সেটা জানা গেল পরে। বাংলাদেশ যখন এসএ গেমসে খেলছিল তখন মতিন মিয়া জীবনের নতুন ইনিংস শুরু করেন। গাঁটছড়া বেঁধেছেন সোনিয়া আক্তারের সঙ্গে।

বিয়ে করার পর খেলেন ফেডারেশন কাপে। সেখানে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে দুই গোল করেছিলেন। এরপর জাতীয় দলের ক্যাম্পে ডাক পান। সেখান থেকে প্রাথমিক দলে। ফিলিস্তিনের বিপক্ষে দ্বিতীয়বারের মতো সুযোগ পান জাতীয় দলের শুরুর একাদশে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পেলেন। আগে ৯ ম্যাচ খেলে একটি গোলও করতে না পারা মতিন আজ করে ফেললেন দুই গোল! তার জোড়া গোলে ভর করে বাংলাদেশ পেয়েছে ৩-০ ব্যবধানের জয়। নিশ্চিত হয়েছে সেমিফাইনাল।

জাতীয় দলের হয়ে বিয়ের পর গোলের দেখা পাওয়াটাকে বউ ভাগ্য হিসেবে দেখছেন কিনা? এমন প্রশ্নে বেশ লজ্জা পেয়ে যান মতিন। লাজুক হেসে রাইজিংবিডিকে বলেন, ‘বউ ভাগ্য কিনা জানি না। তবে বিয়ের পর জাতীয় দলের হয়ে প্রথমবার গোল পেলাম। জোড়া গোল করলাম। ভালো লাগছে। আমি ডিসেম্বরে বিয়ে করেছি। বউয়ের নাম সোনিয়া আক্তার। সে পড়াশুনা করছে।দোয়া করবেন আমাদের জন্য।’

জাতীয় দলের হয়ে করা প্রথম গোল বউকে উৎসর্গ করতে রাজি নন মতিন। তিনি প্রথম গোল দেশকে উৎসর্গ করেছেন, ‘আমি গোল দুটি বউকে নয়, আমি আমার দেশকে উৎসর্গ করতে চাই। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়