ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চ্যালেঞ্জ দেখছেন জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যালেঞ্জ দেখছেন জেমি ডে

ছবি : আমিনুল ইসলাম

গ্রুপ পর্বে বাংলাদেশের চ্যালেঞ্জ ছিল ফিলিস্তিন। সেই চ্যালেঞ্জ অবশ্য উতরে যেতে পারেনি বাংলাদেশ। এরপর ফিলিস্তিনের বিপক্ষে ভালো খেলে নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দেয় শ্রীলঙ্কা। আজ সেই চ্যালেঞ্জ ভালোভাবেই উতরে যায় বাংলাদেশ। নিশ্চিত করে সেমিফাইনাল। এমন জয়ে বাংলাদেশের কোচ খুশি হলেও চ্যালেঞ্জ দেখছেন সামনে। সেমিফাইনালে বাংলাদেশকে খেলতে হবে বুরুন্ডির বিপক্ষে। যারা এই টুর্নামেন্টের সবচেয়ে আক্রমণাত্মক দল। দুই ম্যাচেই তারা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ৭ বার। শারীরিকভাবেও তারা বেশ আগানো। তাইতো তাদের বিপক্ষেই মূল চ্যালেঞ্জ দেখছেন জেমি ডে।

কোচ বলেছেন, ‘বুরুন্ডি আক্রমণভাগে অনেক শক্তিশালী। তারা দুই ম্যাচে ৭ গোল দিয়েছে। তাদের বিপক্ষে খেলাটা অনেক চ্যালেঞ্জ হবে। হাতে আমাদের তিনদিন সময় আছে। এরই মধ্যে আশা করি সবাই ফিট হয়ে যাবে এবং সেমিফাইনলে আমরা ভাল করব। আজ আমি নতুন টেকনিকে দলকে খেলিয়েছিলাম। সেটা কাজে লেগেছে। আক্রমনভাগে মতিন, সুফিল, ইব্রাহিম অসাধারণ খেলেছে। বিশেষ করে মতিন অন্যরকম পারফরম্যান্স করেছে। একই সঙ্গে মধ্যমাঠ এবং ডিফেন্সও ভাল হয়েছে।’

শ্রীলঙ্কার প্রশংসা করে তিনি বলেছেন, ‘শ্রীলংকা ম্যাচটা যে কঠিন হবে তা আমি জানতাম। কারণ, ফিলিস্তিনের সঙ্গে ৯০ মিনিট পর্যন্ত সমানতালে লড়াই করেছিল তারা। সেই দলটির বিপক্ষে জামাল, ইয়াসিন খানের মতো ফুটবলারকে ছাড়া খেলে ৩-০ গোলে জিতেছে, এতে আমি খুশি।সবচেয়ে বড় বিষয় হল গোল হজম করিনি। সবমিলিয়ে পুরো ম্যাচে ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি।’

২৩ জানুয়ারি বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির মুখোমুখি হবে বাংলাদেশ।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়