ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন রোমেরো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন রোমেরো

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার সকালে ক্যারিংটনে ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ডের কাছে রোমেরোর ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বেষ্টনীর নিচে ঢুকে যায়। এতে তার গাড়ি দুমড়ে গেলেও অক্ষতই আছেন রোমেরো।

ইউনাইটেডের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক রোমেরো তার এই ল্যাম্বরগিনি গাড়িটি কিনিছিলেন ২০১৭ সালে, ইউনাইটেড লিগ কাপ জয়ের পরপরই।

৩২ বছর বয়সি আর্জেন্টাইন গোলরক্ষক ইউনাইটেডে যোগ দেন ২০১৫ সালে। ক্লাবের হয়ে এই মৌসুমে এখনো প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাননি। তবে ইউরোপা লিগে খেলেছেন চার ম্যাচ। তিন ম্যাচ খেলেছেন লিগ কাপে।

সব মিলিয়ে তিনি ইউনাইটেডের জার্সিতে ম্যাচ খেলেছেন ৫৩টি। এর মধ্যে ৩৪ ম্যাচে জাল অক্ষত রাখেন। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির সঙ্গে তার চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়