ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ধাওয়ানের পরিবর্তে দুজন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধাওয়ানের পরিবর্তে দুজন

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়া সিরিজে ইনজুরিতে পড়েছেন ভারতীয় বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। এ ব্যাটসম্যানের পরিবর্তে দলে ডাক পেয়েছেন দুজন ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে আঘাত পান ৩৪ বছরের ধাওয়ান। এমআরআই পরীক্ষায় দেখা যায় গ্রেড ২ ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ধাওয়ান। তাই নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন এ ক্রিকেটার।

ধাওয়ানের পরিবর্তে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পৃথ্বি শ। ২০১৮ সালে টেস্টে অভিষেক হয় এ উদীয়মান ক্রিকেটারের। অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক হাঁকান এ ওপেনার। ২ টেস্ট খেলা হলেও আর দলে ডাক পাননি শ। মাঝে এক বছর ড্রাগ পজেটিভ হওয়ায় নিষিদ্ধ ছিলেন ২০ বছর বয়সী পৃথ্বি।

আর টি-টোয়েন্টি দলে ধাওয়ানের পরিবর্তে সুযোগ পেয়েছেন সাঞ্জু স্যামশন। প্রায় ৫ বছর পরে দলে ডাক পেলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন স্যামশন। তবে সুবিধা করতে পারেননি ব্যাট হাতে। ২ ম্যাচে সংগ্রহ ২৫ রান।

ভারত ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, পৃথ্বি শ, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, ঋষভ পান্ত, শিভম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবিন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, নাভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, কেদার যাদব।

ভারত টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, সাঞ্জু স্যামশন, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, ঋষভ পান্ত, শিভম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, নাভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, রবিন্দ্র জাদেজা।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়