ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) লাহোরে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী বিমান বাংলাদেশের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ।

বিমানবন্দরে মাহমুদউল্লাহ-তামিমদের স্বাগত জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। এরপর কড়া নিরাপত্তায় বাংলাদেশ দলকে নেওয়া হয় টিম হোটেলে। সেখানে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এর আগে রাত আটটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ দল।

লাহোরে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় বিশেষ বিমান ভাড়া করে বিসিবি। এজন্য বিসিবিকে গুনতে হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা। দীর্ঘ ভ্রমণ এড়াতে বিশেষ বিমানে সরাসরি লাহোর পৌঁছার ব্যবস্থা করে বোর্ড। ২৮ জানুয়ারি সিরিজ শেষে একইভাবে দেশে ফিরবে দল। 

তিন দফায় তিনবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথম দফায় খেলে আসবে শুধু তিনটি টি-টোয়েন্টি। আগামী শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। একই মাঠে পরদিন দ্বিতীয় ও সোমবার হবে শেষ ম্যাচ।

নিরাপত্তা শঙ্কায় অনেকটা সময় ঝুলে থাকার পর চূড়ান্ত হয় বাংলাদেশ দলের পাকিস্তান সফর।


ঢাকা/পরাগ/নাসিম  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়