ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন মালিক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪১, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন মালিক

বিশ্ব টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান শীর্ষে। আর বাংলাদেশের অবস্থান নয়ে। তবে র‌্যাঙ্কিং নয় শক্তিমত্তায় বাংলাদেশ অনেক এগিয়েছে বলে মনে করছেন পাকিস্তানের অভিজ্ঞ অল-রাউন্ডার শোয়েব মালিক। কাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন এই ক্রিকেটার।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে সাংবাদিকদের এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী দল নিয়ে এখানে এসেছে। তাদের ক্রিকেটিয় সিস্টেম প্রতি বছর উন্নতি করছে। শক্তিশালী হচ্ছে। ভারসাম্যপূর্ণ দল নিয়ে তারা এখানে এসেছে।’

নিজেদের দলের উপরও আস্থা আছে এ ক্রিকেটারের। তবে ক্রিকেটারদের ধারাবাহিকভাবে দলে সুযোগ দেয়া উচিত বলে মনে করছেন ৩৮ বছরের মালিক, ‘আমাদের দলে অভিজ্ঞতা সম্পূর্ণ অনেক ক্রিকেটার আছে। আমি যেখানে খেলি না কেন সবাই বাবর আজমের প্রশংসা করে। তবে খেলোয়াড়দের ধারাবহিক ভাবে সুযোগ দেয়া উচিত।’

সদ্য সমাপ্ত বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে খেলেছিলেন শোয়েব মালিক। আসরে চতুর্থ সর্বোচ্চ ৪৫৫ রান করেছেন। সে সময় পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশের ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড দোটানায় ছিল। তখন ক্রিকেটাররা তার সঙ্গে পাকিস্তান সফর নিয়ে কথা বলেছিল। তিনি তাদের আশ্বস্ত করেছেন বলে জানান। তবে এবারের সফরে যাননি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে সফর থেকে নিজের নাম প্রত্যাহার করেন এ ক্রিকেটার।

এবার না আসলে পরবর্তীতে পাকিস্তানে আসার জন্য মুশফিককে অনুরোধ করেন মালিক। তিনি বলেন, ‘আমার কাছে খেলোয়াড়রা পাকিস্তানের নিরাপত্তা সম্পর্কে জানতে চেয়েছিল। আমি তোদের বলেছি, পাকিস্তানের মতো নিরাপত্তা আর কোনো দেশ দিতে পারবে না। এবার মুশফিক পারিবারিক কারণে আসেনি। আমি তাকে বলতে চাই। প্লিজ সামনের বার এখানে আসো। এবং নিজেই পুরো বিষয়টি দেখো।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়