ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্বপ্নার শটে পরাস্ত চ্যাম্পিয়নস লিগজয়ী গোলরক্ষক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বপ্নার শটে পরাস্ত চ্যাম্পিয়নস লিগজয়ী গোলরক্ষক

ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিও সিজার এখন বাংলাদেশে। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রচারণার অংশ হিসেবে তিনি ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার দিনব্যাপী নানা কার্যক্রম অংশ নেন ইন্টার মিলানের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা সিজার। দুপুরে ধানমন্ডি ৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসেন।

সেখানে বাফুফের আর্টিফিসিয়াল টার্ফে বাংলাদেশের নারী ফুটবল দলের গোলরক্ষকদের নিয়ে কিছুক্ষণ কাজ করেন। সেটা শেষে পেনাল্টি কিকের মহড়া দেন সিজার। সেখানে ক্যাম্পে থাকা খেলোয়াড় ও গোলরক্ষকরা শট নিতে থাকেন সিজারকে। যদিও সিজারকে পরাস্ত করতে পারেনি কেউ।

গোলরক্ষকদের পর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সিরাত জাহান স্বপ্না কিক নিতে আসেন। তার নেওয়া প্রথম কিকেই গোল হয়। নিচু শট সিজারকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। এরপর অবশ্য স্বপ্নার নেওয়া বাকি শটগুলো দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়েছেন। এরপর সবার সঙ্গে হাত মিলিয়ে শেষ করেন মজার গোলকিপিং অনুশীলন।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মেয়েদের দেখে বেশি খুশি হয়েছি। তাদের সঙ্গে সামান্য কিছু গোলকিপিং টেকনিক নিয়ে আলোচনা করেছি। তারা সবাই দারুণ খেলোয়াড়। তাদের ভবিষ্যত ভালো। ফিফা মেয়েদের ফুটবল নিয়ে দারুণ কাজ করছে। সে জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফাতিনোকে ধন্যবাদ জানাই।’

বিকেলে বাংলাদেশ ও বুরুন্ডির মধ্যকার সেমিফাইনাল খেলা দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসেন তিনি।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়